ধর্মনগর, ডুকলি সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর অভিযোগ শাসকের বিরুদ্ধে!!
উড়িয়ে দেওয়া হলো আরো দুই জঙ্গির বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে চলছে কাশ্মীরের পাহাড়ে জঙ্গিদের খোঁজের উদ্দেশ্যে তল্লাশি,আর অন্যদিকে চলছে পাল্টা অ্যাকশন।একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গির বাড়ি। শুক্রবার সকালে আসিফের বাড়ি ধ্বংসের পর ঐ একই রাতে গুঁড়িয়ে দেওয়া হয় আরও দুই জঙ্গির বাড়ি। কাশ্মীরের ত্রালে ছিল আসিফের বাড়ি। সেটি সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। গত ২২ এপ্রিলের জঙ্গি হানায় যে চারজন জঙ্গি যুক্ত ছিল, তার মধ্যে দুইজন কাশ্মীরেরই বাসিন্দা। সেই আদিল গুরে ও আসিফ শেখের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোপিয়ানের চোটিপোরায় লস্কর জঙ্গি শাহিদ আহমেদ কুট্টের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই কুট্টে অন্তত ৩-৪ বছর ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর। কুলগামে জাহিদ আহমেদের বাড়িও ভেঙে ফেলা হয়েছে এদিন।