ঊনকোটি দেখে অভিভূত বিহারের মন্ত্রী!!

 ঊনকোটি দেখে অভিভূত বিহারের মন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ঊনকোটিকে অবিলম্বে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেওয়ার দাবী করেন বিহারের তপশিলি জাতি এবং উপজাতি দপ্তরের মন্ত্রী সন্তোষ কুমার সুমন। শনিবার সস্ত্রীক ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন বিহারের মন্ত্রী সন্তোষ কুমার সুমন। ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শনে মন্ত্রীর সফর সংগী ছিলেন মন্ত্রীর সহধর্মিণী দীপা কুমারী, ব্যক্তিগত সচিব সত্যেন্দ্র কুমার, বিহারের তপশিলি জাতি এবং উপজাতি দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ইন্দ্রজিৎ মুখার্জি, ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার সহ প্রশাসনের আরও অন্যান্য আধিকারিকরা।

মন্ত্রী সন্তোষ কুমার সুমন ঊনকোটি পর্যটন কেন্দ্রে আসার পর ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার মন্ত্রীকে স্বাগত জানিয়ে পুরো ঊনকোটি পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখান। প্রায় এক ঘন্টা পায়ে হেটে ঊনকোটি পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, ঊনকোটি সম্বন্ধে উনি আগে কিছুই জানতেন না। ত্রিপুরা রাজ্যে আসার পর উনি ঊনকোটির নাম শুনেছেন। ঊনকোটি দেখতে না আসলে উনি বিশ্বাসই করতে পারতেন না যে, এই পর্যটন কেন্দ্রে একজন কম এক কোটি দেবতা প্রকৃতির মনোরম দৃশ্যে একসাথে অবস্থান করছে । তিনি সবাইকে অনুরোধ করেন, ত্রিপুরায় এসে ঊনকোটি পর্যটন কেন্দ্রটি দেখে যাবার জন্য। অবিলম্বে ঊনকোটি পর্যটন কেন্দ্রটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.