ঋণ প্রদানে ব্যাঙ্কের আরও সরলীকরণ চাই: রাজ্যপাল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কগুলিকে ইতিবাচক হতে হবে।ঋণ প্রদান করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে সহজ ও সরল প্রক্রিয়া গ্রহণ করতে হবে।লক্ষ্য রাখতে হবে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর দিকে।সর্ব ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে সরলীকরণ করার উপর।এই মন্তব্য করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।রাজ্যের রাজ্যপাল শ্রী নাল্লু বলেন,অনেক সময় ব্যাঙ্কে গিয়ে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়। এই বিষয়টি ইতিবাচক দৃষ্টি কোন থেকে দেখতে হবে।বিশেষত সাধারণ মানুষের ঋণদান প্রক্রিয়ার সরলীকরণ করার কথা বলেন তিনি।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে আর্থিক শিক্ষা
বিষয়ক সপ্তাহ ব্যাপী কর্মসূচির সূচনা করা হয়েছে।এই উপলক্ষে রাজ্যের রাজধানী শহর আগরতলার এক বেসরকারী হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি ভাষণ দিতে গিয়ে উল্লেখিত অভিমত প্রকাশ করেন। বলেন ব্যাঙ্কের ঋণ প্রদান ও পরিশোধের সঙ্গে জড়িয়ে আছে কর্ম সংস্থানের সম্পর্ক। বিশেষ করে ক্ষুদ্র ঋণের সঙ্গে এর সম্পর্ক অত্যন্ত গভীর। মহিলাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে রয়েছে বাড়তি সুবিধা। এর জন্য পরিবারের কোনও মহিলার নামে ঋণ গ্রহণের পরামর্শ দেন রাজ্যের রাজ্যপাল।তার বক্তব্য এ নিয়ে ব্যাঙ্কগুলির তরফে সচেতনতার উদ্যোগ নিতে হবে।প্রসার ঘটাতে হবে আর্থিক শিক্ষার। এই কাজটি করতে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে, তাদের যুক্ত করে। তবেই মিলবে কাঙিক্ষত সাফল্য। তিনি বলেন, মহিলাদের আর্থিক ক্ষমতায়ন মানে পরিবার, সমাজ ও দেশের আর্থিক অগ্রগতি নিশ্চিত করা। পরিবার ও সমাজে মূল্যবোধ, সাংস্কৃতিক ধারা ও প্রথা ধরে রাখতে মহিলাদের বিশাল ভূমিকা রয়েছে।
শ্রী নাল্লু তার ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ তুলে ধরেন। বলেন প্রধানমন্ত্রী মোদি ২০৪৭সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে ভারতবর্ষকে এক নম্বর স্থানে নিয়ে যেতে চান। গড়তে চান বিকশিত ভারত। দেশের জনসংখ্যার ৫০ শতাংশ মহিলাদের ছাড়া সেটা কিছুতেই সম্ভব নয়। শ্রী নাল্লু বর্তমানে দেশের রাজনীতিতে মহিলাদের বিশাল ভূমিকা রযেেেছ বলে উল্লেখ করে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদানের প্রসঙ্গ টানেন।
রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু পরিবারে মহিলাদের মূল ভূমিকা থাকে বলে জানান। দেশের আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগমনে মহিলাদের আলাদা গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্প উজ্জ্বলা, সুকন্যা, লাখপতি দিদি, বিশ্বকর্মা ইত্যাদির কথা টেনে আনেন। বলেন, কৃষি ক্ষেত্র সহ নানা ক্ষেত্রে ব্যাঙ্কের ঋণ প্রদানের গুরুত্ব আছে। মহিলাদের আর্থিক উদ্যোগ প্রসঙ্গে তিনি লিজ্জেট পাপড়ের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন উত্তর পূর্বাঞ্চলের মহিলাদের আর্থিক উন্নয়নে ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে। এ নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা রয়েছে বলে জানান শ্রী নাল্লু। তার ভাষণে রাজ্যের বাঁশ ও বাঁশ নির্ভর শিল্পের কথা আলাদা স্থান পেয়েছে।
চলতি ২০২৫ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে আয়োজিত Church শিক্ষার মূল লক্ষ্য রাখা হয়েছে মহিলা অগ্রগতি। ২৪ ফেব্রুয়ারী থেকে শুরু করে পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিজার্ভ ব্যাঙ্কের জি এম শ্রী সুরেন্দ্র। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ব্যাঙ্কের এ জি এম সুদীপ ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে ভাষণ দেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোড়মিরে এবং রাজ্যের ক্ষুদ্র শিল্প বিভাগের অধিকর্তা ও অতিরিক্ত সচিব রাখী বিশ্বাস।

Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

7 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

9 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

9 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

9 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

9 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

10 hours ago