ঋদ্ধিমানের পারফরম্যান্সকে প্রশংসায় ভরালেন কার্স্টেন
চলতি আইপিএলে গুজরাট টাইটান্স যেমন দুর্দান্ত পারফরম্যান্স করছে তেমনই সেই দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহাও অসাধারণ পারফরম্যান্স করে দলকে জয় তুলে দিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছেন । গত রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল । আর সেই জয়ের পর ১৩ টি ম্যাচে হার্দিক পান্ডিয়ারা ১০ টি জয় হাসিল করে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে । দলের এই জয়ের নেপথ্যে যে ঋদ্ধিমানের ভূমিকা অপরিসীম সেটা কিন্তু আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না ।
আর তার এই পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন । বাংলার এই উইকেটরক্ষক যে গুজরাট দলের সম্পদ সেটা সাংবাদিকদের কাছে জানিয়ে দিলেন তিনি । গ্যারি কার্স্টেন এখন গুজরাট দলের কোচ ও মেন্টর হিসাবে কাজ করছেন । আর সেই সুবাদেইঋদ্ধিমানকে কাছ থেকে দেখতে পারছেন তিনি । পাওয়ার প্লেতে ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিংই গুজরাট দলে পার্থক্য গড়ে দিচ্ছে বলে জানিয়েছেন কার্স্টেন।চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ৩৭ বছরের এই ক্রিকেটার ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে গুজরাটকে জয় এনে দিয়েছিলেন । এই নিয়েই ম্যাচের পর গ্যারি সংবাদমাধ্যমকে বলেছেন , ‘ পাওয়ার প্লে – কে দারুণভাবে কাজে লাগাচ্ছে ঋদ্ধি । ও ম্যাচের পরিস্থিতিটা দারুণ বুঝতে পারে । আমাদের কাছে সে দলের একজন গুরুত্বপূর্ণ সম্পদ । ম্যাচে যখনই দরকার পড়ে তখনই এগিয়ে এসে সাহায্য করে ঋদ্ধিমান । কীভাবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেটা ওর থেকে ভাল কেউ জানে না । শুধু এখানেই থেমে থাকেননি গ্যারি কার্স্টেন । ঋদ্ধিমান সাহাএইবারের আইপিএলে শর্ট বলে যেভাবে খেলছেন তাতে মুগ্ধ দলের ব্যাটিং কোচ । চলতি আইপিএলে ঋদ্ধিমান যেভাবে খেলা চালিয়ে যাচ্ছেন তাতে ভারতীয় জাতীয় দলে ফের প্রত্যাবর্তন করার আশা ক্রমশই বাড়ছে তার । সাধারণত জাতীয় দলে লাল বলের ক্রিকেটেই বেশি সুযোগ পেয়ে থাকেন তিনি । কিন্তু এবারের আইপিএলে ঋদ্ধি যে ফর্মে খেলছেন তাতে সীমিত ওভারের ম্যাচেও সুযোগ পেতে পারেন তিনি । গুজরাটের হয়ে এখনও পর্যন্ত আটটি ম্যাচে খেলতে নেমে ১২৩.২৪ স্ট্রাইক রেট নিয়ে ২৮১ রান করেছেন ঋদ্ধিমান ।