টিসিএর সিনিয়র নির্বাচক কমিটি এবং টিসিএর কর্তাদের সামনে ঘরের মাঠে ৮-৯টি করে টি -২০ ম্যাচ খেলার পরও দশদিনের ফিটনেস ক্যাম্পে কঠিন চ্যালেঞ্জের মুখে স্থানীয় ৪২ ক্রিকেটার । অথচ অনেকদিন যাবৎ ক্রিকেটের বাইশ গজের বাইরে থাকার পরও ঋদ্ধিমান সাহা ও সুদীপ চ্যাটার্জিদের ফিটনেসে কেন ক্যাম্পে দেখা নেই তা নিয়ে প্রশ্ন উঠছে । ঋদ্ধিমান এ বছর আইপিএলের ফাইনালে সর্বশেষ খেলেন । সুদীপ চ্যাটার্জি তো এ বছর বাংলার হয়ে কোনও ক্রিকেট ম্যাচই খেলতে পারেনি । তারপরও টিসিএ কেন তাদের ফিটনেস ক্যাম্পে ডাকছে না ? কেন তাদেরই শুধু ছাড় দেওয়া হচ্ছে ? এ প্রশ্নই তুলেছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা । প্রাক্তনদের জিজ্ঞাস্য , টিসিএ কী জানে এ মুহূর্তে ঋদ্ধিমান ও সুদীপের ফিটনেস লেভেল কতটুকু , এরা কী ম্যাচ খেলার জন্য কতটা ফিট ? বা এখন তারা কী ম্যাচে আছে কি না ? একই সঙ্গে প্রাক্তনদের অভিযোগ , স্থানীয় ক্রিকেটাররা সদ্যসমাপ্ত টি – টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ৮-৯টি করে ম্যাচ খেলার পর তাদের ফিটনেস ক্যাম্পে ডাকার পেছনে আসল রহস্য কী ? পাশাপাশি পেশাদারদের কি কোনও ফিটনেস টেস্ট দিতে হবে না ? এ প্রশ্নও তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা । প্রাক্তনদের জিজ্ঞাস্য , ফিটনেস ক্যাম্প কী তাহলে শুধুমাত্র স্থানীয়দের জন্যই ? না এর পেছনে অন্য কোনও ষড়যন্ত্র কাজ করছে ? এদিকে , রাজ্য সিনিয়র ক্রিকেট দলের তৃতীয় পেশাদার হিসাবে দীপক ক্ষত্রিকে নির্বাচিত করেছে টিসিএ । আজ আটদিন হতে চললো টিসিএর ফিটনেস ক্যাম্প চলছে । কিন্তু তাতে দীপক ক্ষত্রিরও দেখা নেই । দীপক যে টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ খেলে তৃতীয় পেশাদার হওয়ার কাগজ হাতে পেয়ে বাড়িতে ( হরিয়ানা ) গেলো এখনও বাড়িতেই ছুটি কাটাচ্ছে । তারও কী ফিটনেস টেস্ট দেবার বা ক্যাম্পে যোগ দেবার দরকার নেই ? প্রাক্তনদের আরও প্রশ্ন , দলের হয়ে কী শুধু খেলার জন্যই পেশাদারদের কাজ । তারা টুর্নামেন্টে খেলবে । ফিটনেস ক্যাম্প তাদের জন্য নয় ? টিসিএর কী এটাই উদ্দেশ্য ? ক্রিকেট মহলেরও ওই একই রকম প্রশ্ন । আটদিন হলেও ফিটনেস ক্যাম্পে এখনও ঋদ্ধিমান , সুদীপ , দীপকদের দেখা নেই । এদের সঙ্গে চুক্তিতে কী ফিটনেস ক্যাম্পে থাকার দরকার নেই বলে কোনও কিছু উল্লেখ ছিল ? এ প্রশ্ন প্রাক্তনদের মতো ক্রিকেট মহলেরও ।
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…