Categories: খেলা

ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি কোথায় প্রশ্ন প্রাক্তনদের

এই খবর শেয়ার করুন (Share this news)

টিসিএর সিনিয়র নির্বাচক কমিটি এবং টিসিএর কর্তাদের সামনে ঘরের মাঠে ৮-৯টি করে টি -২০ ম্যাচ খেলার পরও দশদিনের ফিটনেস ক্যাম্পে কঠিন চ্যালেঞ্জের মুখে স্থানীয় ৪২ ক্রিকেটার । অথচ অনেকদিন যাবৎ ক্রিকেটের বাইশ গজের বাইরে থাকার পরও ঋদ্ধিমান সাহা ও সুদীপ চ্যাটার্জিদের ফিটনেসে কেন ক্যাম্পে দেখা নেই তা নিয়ে প্রশ্ন উঠছে । ঋদ্ধিমান এ বছর আইপিএলের ফাইনালে সর্বশেষ খেলেন । সুদীপ চ্যাটার্জি তো এ বছর বাংলার হয়ে কোনও ক্রিকেট ম্যাচই খেলতে পারেনি । তারপরও টিসিএ কেন তাদের ফিটনেস ক্যাম্পে ডাকছে না ? কেন তাদেরই শুধু ছাড় দেওয়া হচ্ছে ? এ প্রশ্নই তুলেছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা । প্রাক্তনদের জিজ্ঞাস্য , টিসিএ কী জানে এ মুহূর্তে ঋদ্ধিমান ও সুদীপের ফিটনেস লেভেল কতটুকু , এরা কী ম্যাচ খেলার জন্য কতটা ফিট ? বা এখন তারা কী ম্যাচে আছে কি না ? একই সঙ্গে প্রাক্তনদের অভিযোগ , স্থানীয় ক্রিকেটাররা সদ্যসমাপ্ত টি – টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ৮-৯টি করে ম্যাচ খেলার পর তাদের ফিটনেস ক্যাম্পে ডাকার পেছনে আসল রহস্য কী ? পাশাপাশি পেশাদারদের কি কোনও ফিটনেস টেস্ট দিতে হবে না ? এ প্রশ্নও তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা । প্রাক্তনদের জিজ্ঞাস্য , ফিটনেস ক্যাম্প কী তাহলে শুধুমাত্র স্থানীয়দের জন্যই ? না এর পেছনে অন্য কোনও ষড়যন্ত্র কাজ করছে ? এদিকে , রাজ্য সিনিয়র ক্রিকেট দলের তৃতীয় পেশাদার হিসাবে দীপক ক্ষত্রিকে নির্বাচিত করেছে টিসিএ । আজ আটদিন হতে চললো টিসিএর ফিটনেস ক্যাম্প চলছে । কিন্তু তাতে দীপক ক্ষত্রিরও দেখা নেই । দীপক যে টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ খেলে তৃতীয় পেশাদার হওয়ার কাগজ হাতে পেয়ে বাড়িতে ( হরিয়ানা ) গেলো এখনও বাড়িতেই ছুটি কাটাচ্ছে । তারও কী ফিটনেস টেস্ট দেবার বা ক্যাম্পে যোগ দেবার দরকার নেই ? প্রাক্তনদের আরও প্রশ্ন , দলের হয়ে কী শুধু খেলার জন্যই পেশাদারদের কাজ । তারা টুর্নামেন্টে খেলবে । ফিটনেস ক্যাম্প তাদের জন্য নয় ? টিসিএর কী এটাই উদ্দেশ্য ? ক্রিকেট মহলেরও ওই একই রকম প্রশ্ন । আটদিন হলেও ফিটনেস ক্যাম্পে এখনও ঋদ্ধিমান , সুদীপ , দীপকদের দেখা নেই । এদের সঙ্গে চুক্তিতে কী ফিটনেস ক্যাম্পে থাকার দরকার নেই বলে কোনও কিছু উল্লেখ ছিল ? এ প্রশ্ন প্রাক্তনদের মতো ক্রিকেট মহলেরও ।

Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

21 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

21 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

21 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

22 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

22 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

23 hours ago