এআই বিপজ্জনক হাতিয়ার যে কারোর হাতেই: হাইকোর্ট।।

 এআই বিপজ্জনক হাতিয়ার যে কারোর হাতেই: হাইকোর্ট।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দিল্লী হাইকোর্ট বুধবার বলেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মগুলি বিপজ্জনক হাতিয়ার, এটি কার হাতে আছে তা নির্বিশেষে এবং এই ধরনের প্রযুক্তি আমেরিকান বা চিনা কারও অধীনে আছে কিনা, তা গুরুত্বহীন। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলা সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ • এই মন্তব্য করেন। চিনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের বিরুদ্ধে দায়েরকৃত জনস্বার্থ মামলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত আইনজীবীকে সরকারের দিক থেকে নির্দেশনা নেওয়ার জন্য বলে বেঞ্চ।কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানান যে বিষয়টি বিবেচনার দাবি রাখে, যার পরিপ্রেক্ষিতে আদালত আদেশ জারি করে।বিচারপতি গেদেলা মন্তব্য করেন, এআই যে কারও হাতে বিপজ্জনক হাতিয়ার, এটি চিনা হোক বা আমেরিকান, এতে কোনও পার্থক্য নেই। সরকার এই বিষয়গুলো সম্পর্কে অবগত নয় এমন নয়, তারা খুব ভালোভাবেই জানে।,ডিপসিকের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয় যে প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর থেকেই গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুনানির শুরুতেই আদালত এই ধরনের ওয়েবসাইট বন্ধ করার জন্য কোনও আইনগত ব্যবস্থা রয়েছে কি না তা জানতে চায়।এই পর্যায়ে,কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানান যে বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এরপর আদালত বলেন, তারা এই আবেদন নিষ্পত্তি করবেন।তবে,মকেন্দ্রীয়
সরকারের আইনজীবী স্পষ্ট করতে পারেননি যে বিষয়টি ইতিমধ্যেই বিবেচনাধীন রয়েছে নাকি এটি নতুন করে বিবেচনার দাবি রাখে। ফলে
আদালত সরকার পক্ষকে সম্পূর্ণ নির্দেশনা সংগ্রহের সুযোগ দিতে মামলাটি মুলতবি করে।যখন আবেদনকারী পক্ষের আইনজীবী যুক্তি দেন যে এটি গোপনীয়তা অধিকারের
সরাসরি ‘লঙ্ঘন, তখন বিচারপতি গেদেলা বলেন, আপনারা ৯৭% ডার্ক ওয়েবে আছেন।কী বলছেন?
আপনারা পরবর্তী প্রজন্মের তরুণরা,আপনারা আমাদের চেয়ে বেশি জানেন। আপনি কি মনে করেন যে এই তথ্য বা কোনও তথ্য নিরাপদ? আপনি কি ডার্ক ওয়েবের সম্পর্কে জানেন? আপনি কি জানেন যে ৯৭% আইসবার্গ কাত হয়ে আছে? আপনি কি তা জানেন? তাই তারা যখন বলছে এটি বিবেচনার বিষয়, আমরা তাদের সুযোগ দিচ্ছি, দয়া করে অপেক্ষা করুন। এরপর আদালত মামলাটি পরবর্তী শুনানির জন্য কুড়ি ফেব্রুয়ারী তালিকাভুক্ত করে। আবেদনকারীর পক্ষে আইনজীবী নিহিত ডালমিয়া ও ভাবনা শর্মা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনজীবী ইশকরণ ভাণ্ডারি উপস্থিত ছিলেন

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.