এই প্রথম একজন বঙ্গসন্তান কানাডার সাংসদ নির্বাচিত হলেন। কানাডার একটি কেন্দ্রে হাউস অব কমন্স-এর উপনির্বাচনে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শুভালয় মজুমদার। প্রাপ্ত ভোটের প্রায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করেছেন শুভালয়। অথচ শুভালয় ছিলেন এ দেশের বিরোধী দলের প্রার্থী। পরাজিত করেছেন শাসক দলের প্রার্থীকে।বাঙালি সন্তানের এমন কৃতিত্বে খুশির হাওয়া বইছে কানাডায় প্রবাসী ভারতীয়দের মধ্যে। শুভালয়কে এ দেশের রাজনৈতিক মহলে ডাকে ‘শুভ’ বলে।তিনি জয়ী হয়েছেন এ দেশের আলবার্টা প্রদেশের ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে। কানাডায় এই লোকসভা আসনটি বিশেষ মর্যাদার।এই কেন্দ্র থেকেই একদা জয়ী হয়ে কানাডার প্রধানমন্ত্রী হয়েছিলেন স্টিফেন হার্পার।শুভালয়ের এই জয়ের ফলে এ দেশের ৩৩৮ সদস্যের হাউস অব কমন্সে ভারতীয় বংশোদ্ভূত সাংসদের সংখ্যা বেড়ে হল ২০।তাদের মধ্যে আছেন তিন জন মন্ত্রী। জাতীয় প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ,আন্তর্জাতিক বিকাশ প্রবীণকল্যাণ দফতরের মন্ত্রী হরজিৎ সজ্জন এবং মন্ত্রী কমলপ্রীত এবং প্রবীণ কল্যাণ দফতরের মন্ত্রী কমলপ্রীত খেরা। গত ডিসেম্বর মাসে ক্যালগেরি হেরিটেজ কেন্দ্রের সাংসদ তথা এমপি বব বেনজেন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে ওই কেন্দ্রটিতে উপ- নির্বাচন করাতে হয়। কানাডার স্থানীয় সময় সোমবার গভীর রাতে ফল প্রকাশিত হলে দেখা যায়, কনজারভেটিভ দলের প্রার্থী শুভালয় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অনেক পিছনে পড়ে রয়েছেন শাসক দল লিবারাল পার্টি এবং আর একটি দল নিউ ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রার্থী।উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৯— এই চার বছর এই কেন্দ্র থেকেই এমপি ছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার।২০১৯-এর নির্বাচনে জাস্টিন ট্রুডোর লিবারাল পার্টির কাছে কনজারভেটিভ দল হেরে যাওয়ার পরে হার্পার ইস্তফা দেন। শুভালয়ও রাজনীতিতে নবাগত নন। গত বারো বছর স্টিফেন হার্পারের সঙ্গে কনজারভেটিভ দলে বিভিন্ন দায়িত্ব সামলেছেন শুভালয়।প্রধানমন্ত্রী হার্পার ও প্রাক্তন বিদেশমন্ত্রী জন বেয়ারের বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টাও ছিলেন তিনি। এ দেশের আগামী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা বর্তমান বিরোধী দলনেতা পিয়ের পোলিয়েভের দীর্ঘদিনের বন্ধু শুভালয়। তাই আগামী নির্বাচনে কনজারভেটিভ দল ক্ষমতায় এলে কানাডা পেতে পারে প্রথম কোনও বাঙালি মন্ত্রী। ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান শুভালয়ের জন্ম ও পড়াশোনা ক্যালগেরিতেই।কলেজ জীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে তিনি যুক্ত।তিনি বিদেশ মন্ত্রকের বিভিন্ন দফতরে কাজও করেছেন। কর্মসূত্রে ইরাক ও আফগানিস্তানেও ছিলেন।কাজের স্বীকৃতি হিসেবে তার ঝুলিতে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্ল্যাটিনাম বিলি পদক।তার আগে, মানবপাচার রোধে উল্লেখযোগ্য অবদান হিসাবে শুভ পান রাণী দ্বিতীয় এলিজবেথের স্বর্ণ জুবিলি পদক।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…