Categories: বিজ্ঞান

এই প্রথম চাঁদে পাড়ি দেবেন নাসার মহিলা নভশ্চর ক্রিস্টিনা।

এই খবর শেয়ার করুন (Share this news)

চাঁদের দক্ষিণমেরুতে ভারতের ইতিহাস রচনার পর থেকেই তামাম দুনিয়ার নজরে এখন চাঁদ । মহাকাশ বিজ্ঞানের অগ্রগতির জন্য ১০ দিনের আটেমিস-২ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।এই প্রথম চাঁদে পাঠানো হবে কোনও মহিলা নভশ্চরকে। তার নাম ক্রিস্টিনা হামোক কচ। তিনি কর্মরত। নাসার বক্তব্য, তারা চাদের মাটিতেও নারীশক্তি উদ্যাপনের নিয়েছে। প্রস্তাবিত চন্দ্রাভিযানে বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত করা হয়েছে ক্রিস্টিনাকে (ছবি)। ক্রিস্টিনার সঙ্গে অভিযানে শামিল হবেন আরও তিন মহাকাশচারী। তারা হলেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান। ১০ দিন ধরে তারা চন্দ্রলোকে ঘুরে বেড়াবেন। চাঁদে যাওয়ার এমন সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা ক্রিস্টিনা। মার্কিন সংবাদমাধ্যমে নিজের উচ্ছ্বাস তিনি প্রকাশও করেছেন।তিনি বলেছেন,এইঅভিযান যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। ক্রিস্টিনা বলেছেন, ‘খুবই সম্মানিত বোধ করছি। যখনই অভিযানের কথা ভাবছি, দারুণ লাগছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রকেটে চড়ে যাচ্ছি আমরা। চাঁদে পাড়ি দেবো।” ১৯৭৯ সালের ২৯ জানুয়ারী মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডসে জন্ম ক্রিস্টিনার। তার পর বেড়ে ওঠা নর্থ ক্যারোলিনার জ্যাকসিনভিলে। ছোট থেকেই নভশ্চর হওয়ার স্বপ্ন দেখতেন ক্রিস্টিনা। তিনি বলেন, ‘ছোট থেকেই এমন একটা দিনের জন্য স্বপ্ন দেখতাম। এখন মনে হচ্ছে, নিজের লক্ষ্যপূরণ হতে চলেছে।’ ১৯৯৭ সালে নর্থ ক্যারোলিনা স্কুল অফ সায়েন্স অ্যান্ড ম্যাথেমেটিক্স থেকে স্নাতক হন ক্রিস্টিনা। পরে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যায় উচ্চতর ডিগ্রি পাশ করেন তিনি।
পরে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করেন। ২০০১ সালে নাসা অ্যাকাডেমি প্রোগ্রামে যোগ দেন। নাসায় ক্রিস্টিনার সফর শুরু ২০১৩ সালে। ২০১৯ সালে প্রথমবার মহাকাশে পাড়ি দেন ক্রিস্টিনা। ছয়টি স্পেসওয়াকের অভিজ্ঞতা রয়েছে তার। মোট ৪২ ঘণ্টা ১৫ মিনিট স্পেসওয়াক করেছেন তিনি। মহাকাশে মোট ৩২৮ দিন কাটিয়েছেন তিনি। ক্রিস্টিনার পরবর্তী গন্তব্য চাঁদ। তবে কবে তিনি তিন সঙ্গীকে নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন,এখনও জানায়নি নাসা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

14 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago