একইদিনে দুই দলের প্রার্থী তালিকা ঘোষণা!!

 একইদিনে দুই দলের প্রার্থী তালিকা ঘোষণা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শনিবার ৬০ টি কেন্দ্রের মধ্যে ৪৮ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এর মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১১ জন। পাশাপাশি প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ৬ বিধায়ক। এদের এবার দল টিকিট দেয়নি। এরা হলেন বাধারঘাটের মিমি মজুমদার, গোলাঘাটির বীরেন্দ্র দেব্বর্মা, নলছড়ের সুভাষ দাস, মাতাবাড়ি কেন্দ্রের বিপ্লব ঘোষ,বিলোনীয়া কেন্দ্রের অরুণ চন্দ্র ভৌমিক এবং আমবাসা কেন্দ্রের পরিমল দেব্বর্মা। বাকি ১২ টি কেন্দ্রে অতি শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে প্রথম নির্বাচনী প্রার্থী তালিকায় ৬ নং আগরতলা এবং ১৮ সূর্যমনিনগর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সূর্যমনিনগর কেন্দ্রের বর্তমান বিধায়ক হচ্ছেন মন্ত্রী রামপ্রসাদ পাল। কেন প্রথম ধাপে দলের প্রার্থী তালিকায় তার নাম নেই? এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। প্রার্থী তালিকাটি নিম্নরূপ-

পাশাপাশি একই দিনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। সিপিআইএম এর পক্ষ থেকে কংগ্রেসের জন্য ১৩ টি আসন ছাড়া হলেও শনিবার ১৭ টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে এবার সবথেকে চমকপ্রদ লড়াই হতে চলেছে ১৪ নং বাধারঘাট তপশিলি সংরক্ষিত কেন্দ্রে। এই কেন্দ্রে প্রার্থীরা সকলেই একই পরিবারের আপন ভাই – বোন এবং ভাতিজা। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে বর্তমান কর্পোরেটর মীনারানী সরকারকে। তিনি প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ছোট বোন। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে রাজ কুমার সরকারকে। তিনিও প্রয়াত বিধায়কের আপন ভাই। এতদিন তিনি বিজেপিতেই ছিলেন। কয়েকদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁকে কংগ্রেসের প্রার্থী করা হবে এই প্রতিশ্রুতি দিয়েই কংগ্রেস দলে সামিল করানো হয়েছিল। পরে জোট নিয়ে সমস্যা তৈরি হয়। বাধারঘাট কেন্দ্রটি ফরোয়ার্ড ব্লকের জন্য বরাদ্ধ করা হয়। অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস। শুক্রবার এই কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে কংগ্রেস নেতা পার্থ সরকারের নাম ঘোষণা করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে। পার্থ সরকারও প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ভাতিজা। শনিবার থেকে তিনি বামগ্রেস জোটের প্রার্থী হিসাবে বাড়ি বাড়ি প্রচারও শুরু করে দেন। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তবে লড়াই যে চমকপ্রদ হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.