নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় রাজ্য সরকার প্রতিষ্ঠিত করছে ভারতীয় জনতা পার্টি। এই নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। শুক্রবার দিল্লী থেকে ফিরে এসে সন্ধ্যায় নিজের সরকারী আবাসে এক সাংবাদিক সম্মেলনে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দলের ফলাফল নিয়ে এতটাই আত্মবিশ্বাস শ্রীদেব বিরোধী দলের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, গণদেবতারা তাদের রায় দিয়ে দিয়েছে। তাই এখন এমন কোনও উসকানিমূলক বক্তব্য রাখা ঠিক হবে না। আমার অনুরোধ থাকবে বিরোধীরা যেন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকে।তিনি বলেন, লড়াই হোক গণতান্ত্রিকভাবে। সাধারণ দলীয় কর্মীদের উসকে দিয়ে রক্ত ঝরার রাজনীতি এই রাজ্য থেকে চিরতরে নির্মূল হোক।এটাই আমাদের একমাত্র কাম্য। ২০১৮ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলাম।এই রাজ্যে রাজনীতিতে হিংসার আমদানি এবং জন্ম দিয়েছে কমিউনিস্টরা। সেই রোগে আক্রান্ত হয়েছে কংগ্রেস। দীর্ঘ বছর ধরে কমিউনিস্ট-কংগ্রেস একে অপরের রক্ত ঝরিয়েছে।খুন, সন্ত্রাস চালিয়ে গেছে। ২০১৮ সরকার পরিবর্তনের পর মানুষ ভেবেছিলো চূড়ান্ত সন্ত্রাস হবে। আমরা সেটা করতে দিইনি। তারপরও বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু দল না দেখে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে ভোটপর্ব শেষ হওয়ার পর কংগ্রেস-কমিউনিস্ট বন্ধুরা এখন এক হয়ে উসকানিমূলক বক্তব্য রাখছেন। এতে অশান্তি বাড়বে। বিভেদ তৈরি হবে। আমরা চাই একজনেরও যাতে রক্ত না ঝরে।
তিনি বলেন, মহিলাদের তিন শতাংশ ভোট এবং নতুন ভোটাররাই বিজেপির জয়কে একশ শতাংশ নিশ্চিত করেছে। মোদির নেতৃত্বে গত পাঁচ বছরে সব থেকে বেশি উপকৃত হয়েছে মহিলারা। তাছাড়া, এবার ৩ লক্ষ ৬০ হাজার নতুন ভোটার ভোট দিয়েছে। আমরা নিশ্চিত এই নতুন ভোটারদের বড় অংশের ভোট বিজেপির পক্ষে গেছে। ফলে জয় নিয়ে বিজেপি নিশ্চিত। তাই দলীয় কার্যকর্তাদের প্রতিও আহ্বান থাকবে কোনও প্রকার প্ররোচনায় যেন নিজেরা জড়িয়ে না পড়ে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…