একটিও গাছ নেই, তবু দূর্গমতম স্থানে বেঁচে রয়েছে ছোট্ট এক পাখি
বিশ্বের সবচেয়ে দুর্গম স্থানগুলি নিয়ে মানুষের কৌতূহল স্বাভাবিকভাবেই বেশি । এই সমস্ত দুর্গম জায়গায় মাঝে মাঝেই এমন কিছু ঘটনা ঘটে বা এমন কোনও জিনিসের অস্তিত্ব মেলে যা এই কৌতূহলকে কেবল বাড়িয়েই দেয় না , বরং নতুন করে জানার ও গবেষণা করার সুযোগও এনে দেয় । দক্ষিণ আমেরিকার একেবারে শেষপ্রান্তে দুর্গম , বায়ুপ্রবাহিত চারণভূমিতে একটি ছোট্ট পাখির বসবাস এভাবেই ভাবিয়ে তুলেছে মানুষকে । দক্ষিণ চিলির কেপ হর্ন থেকে ১০০ কিলোমিটার দূরে দিয়েগো দ্বীপপুঞ্জে রামিরেজ বিজ্ঞানীরা সাবান্টার্কটিক রায়ডিটো নামে এক পাখি খুঁজে পেয়েছেন । বড় ঠোঁট আর কালো এবং হলুদ ছোপের এই বাদামী পাখির ওজন মাত্র ০.০৩৫ পাউন্ড বা ১৬ গ্রাম । জীববিজ্ঞানীদের রীতিমতো বিভ্রান্তিতে ফেলেছে এই পাখি । এর কারণ হল রায়ডিটো পাখি প্রজাতির সাবান্টার্কটিক রায়ডিটো দক্ষিণ প্যাটাগোনিয়ার বনে জঙ্গলেই বাস করে এবং সাধারণত গাছের গুঁড়ির গহ্বরে বাসা বাঁধে । সেই পাখিকে এমন জায়গায় পাওয়া গেল যেখানে কোনও গাছই নেই ! চিলির ম্যাগালানেস ইউনিভার্সিটি এবং নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ এবং কেপ হর্ন ইন্টারন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ স্টাডিজ অ্যান্ড বায়োকালচারাল কনজারভেশনের পরিচালক রিকার্ডো রোজি বলেছেন , ‘ কোনও ঝোপঝাড় বা বনভূমির প্রজাতি নেই , আক্ষরিক অর্থেই সমুদ্রের মাঝখানে একটি বনের পাখি বেঁচে থাকতে পেরেছে । ‘ বিজ্ঞান সাময়িকী ‘ নেচার ‘ পত্রিকায় শুক্রবার প্রকাশিত এই বিষয়ে গবেষণায় বলা হয়েছে , ‘ ছয় বছর ধরে অনুসন্ধানের ফসল । ‘ ক্ষুদ্র এই পাখিটি এখন গবেষকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিষয় , জানালেন রোজি । গবেষকদের মধ্যেই অন্য একজন , চিলি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী রডরিগো ভাসকুয়েজ জানিয়েছেন , জেনেটিক গবেষণা নিশ্চিত করেছে যে নতুন আবিষ্কৃত এই প্রজাতি ক্লাসিক রায়াডিটো প্রজাতির বাকি প্রজাতির থেকে অন্যান্য পার্থক্য ছাড়াও গঠন এবং আচরণ ও মিউটেশনে ভিন্ন । গবেষকরা জানিয়েছেন , এই দ্বীপে ১৩ টি পাখিকে ধরে তাদের শারীরিক বিশ্লেষণ করেছেন তারা । ‘ দিয়েগো রামিরেজের পাখিগুলি ওজনে বেশ ভারী এবং বড় ছিল , এদের লেজটিও উল্লেখযোগ্যভাবে ছোট , ‘ জানান গবেষকরা ।