Categories: দেশ

একধাক্কায় কমলো গ্যাসের দাম

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শুরু হলো ভোট মরশুম? অন্তত বিরোধীদের অভিযোগ অথবা কটাক্ষ এরকমই। বহু প্রতীক্ষিত সুখবর মঙ্গলবার দিয়েছেন তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রান্নার গ্যাসের র দাম কমলো সিলিণ্ডার পিছু ২০০ টাকা করে। উজ্জ্বলা গ্যাস প্রকল্পের গ্রাহকরা এর ফলে নির্ধারিত দামের উপর ৪০০ টাকার সুরাহা পাবে। কারণ উজ্জ্বলা গ্যাসের গ্রাহকদের ২০০ টাকা করে ভরতুকি দেওয়া হয়। তার সঙ্গে সংযুক্ত হ হলো আরও নতুন করে ২০০ টাকা দাম কমার জেরে তাদের সম্মিলিত আর্থিক লাভ হবে ৪০০ টাকা । মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হওয়ার পর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, রাখী বন্ধন এবং ওনাম উপলক্ষে এই সিদ্ধান্ত আসলে হলো দেশের নারীশক্তির প্রতি প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী এভাবেই যখনই সুযোগ পেয়েছেন তখনই সাধারণ মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অনুরাগ ঠাকুর আরও বলেছেন, একই সঙ্গে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে ৭৫লক্ষ সংযোগ বিনামূল্যেদেওয়া হবে উজ্জ্বলা’ গ্যাস প্রকল্পে। গরিবের জন্য চালু করা হয়েছিল এই প্রকল্প ২০১৬ সালে। আজ এই প্রকল্পের জেরে উজ্জ্বলা গ্যাস প্রকল্পের গ্রাহক সংখ্যাপৌঁছবে ১০ কোটি ৩৫ লক্ষে। এই সিদ্ধান্তের ঠিক পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের সরকার সর্বদাই গরিব ও মধ্যবিত্তের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। তারই আর একটি উদাহরণ আজকের রান্নার গ্যাসের দাম কমানো। প্রসঙ্গত, জুলাই মাসেই বাড়ানো হয়েছিল সিলিণ্ডারপিছু ৫০ টাকা করে রান্নার গ্যাসের দাম। বস্তুত বিগত বছরগুলিতে লাগাতার বাড়ানো হয়েছে রান্নার গ্যাস এবং পেট্রপণ্যের দাম। আর পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মূল্যবৃদ্ধি। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল মোদি সরকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এক প্রকার ধ্বংস বি করে দিতে চাইছে এভাবে মূল্যবৃদ্ধির রাশ সম্পূর্ণ ছেড়ে দিয়ে। সবজি থেকে পেট্রপণ্য সবকিছু আকাশছোঁয়া। অবশেষে রান্নার গ্যাসের দাম আজ আচমকা কমিয়ে দিয়ে মোদি সরকার চমক দিয়েছে। কিন্তু বিরোধীদের বক্তব্য, এটা হলো ভোটের দিকে তাকিয়ে মোদি সরকারের নির্বাচনি উপহার। মনে করা হচ্ছে, পাঁচ রাজ্যের ভোটের প্রাক্কালে ভোট ঘোষণার আগেই এই সিদ্ধান্ত নিয়ে ভোট মরশুম শুরু করে দিল মোদি সরকার। সুতরাং এই ঘোষণার মধ্যে দিয়েই শুরু হবে মোদির ভোটপ্রচার। বস্তুত আজ এই রান্নার গ্যাসের দাম কমানোর সঙ্গে সঙ্গেই বিজেপি এবং সরকারের পক্ষ থেকে জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে। পক্ষান্তরে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটে পরাজয়ের আশঙ্কাই এই সিদ্ধান্তের কারণ। কংগ্রেসে নেতা জয়রাম রমেশ বলেছেন, কর্ণাটকের ভোটে মূল্যবৃদ্ধি ছিল প্রধান ইস্যু। সেই ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। আগামী পাঁচ মাস ধরে তাই আরও এরকম উপহার আসতে চলেছে। কারণ, মোদিজি জানেন যে, তার ভোটব্যাঙ্ক কমছে। ইন্ডিয়া জোটের উত্থান প্রধানমন্ত্রী ও বিজেপিকে ভয় পাইয়ে দিয়েছে বলে কংগ্রেসের দাবি। অন্যদিকে, বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, বিগত দশ বছর ধরে জনতা জনার্দন বুঝেছেন যে, তাদের পাশে সর্বদাই কে আছেন। নরেন্দ্র মোদির উপর মানুষের বিশ্বাস অটুট।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

6 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

8 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

8 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

9 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

9 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

10 hours ago