চমকে যাওয়ার মতোই কাণ্ড ! নির্দিষ্ট এক কিশোরের পিছু নিয়েছে এক বিষধর সাপ । গত এক মাসে ওই ছেলেটিকে সে ছোবল দিয়েছে এক এক করে আট বার ! একটিই সাপ একটিই কিশোরকে এভাবে বার বার ‘ টার্গেট ’ করছে কেন , প্রশ্ন জেগেছে গ্রামবাসীদের মনে । প্রতিবারই প্রাণ বাঁচাতে ওই কিশোরকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে । চিকিৎসার গুণ , তার সঙ্গে বরাতের জোর শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছে ওই কিশোর । ঘটনাস্থল উত্তরপ্রদেশে অযোধ্যার পড়শি জেলা বস্তি জেলার রামপুর গ্রামে । গত এক মাসে একটি সাপ রামপুর গ্রামের যশরাজ মিশ্র নামে এক কিশোরকে অটি বার কামড়েছে । বিষধর সাপের কামড় খেয়েও কপাল জোরে বেঁচে গেছে যশরাজ । তবে যশরাজ জানিয়েছে , গত সপ্তাহেও ওই সাপ তাকে একবার ছোবল দিয়েছে । যশরাজের পরিবার – সহ গ্রামের লোকজন গোটা ঘটনায় চিন্তিত । একই সাপ বারবার একজনকেই ছোবল মারছে কেন , উদ্বেগে চিকিৎসকরাও । উপায় নেই দেখে ঘরের ছেলেকে প্রাণে বাঁচাতে যশরাজের পরিবার ওঝার উপরেই আপাতত নির্ভর করছে । বছর সতেরোর যশরাজের বাবা চন্দ্রমৌলী মিশ্র জানিয়েছেন , একই সাপ পরপর তিন বার কামড়ানোর পরে বিষয়টা নিয়ে তাদের চিন্তা বাড়তে শুরু করে । যশরাজকে বাহাদুরপুর নামে দুরের একটি গ্রামে তার শ্যালক রামজি শুক্লার বাড়িতে রেখে আসেন । আশ্চর্যের বিষয় , সাপটি সেখানেও চলে যায় । যশরাজ আত্মীয়ের বাড়িতে ঘাতক সাপটিকে দেখতে পেরেই চিনতে পেরেছিল । পালিয়েও গেছিল । কিন্তু তারপরেও যশরাজের পিছু ধাওয়া করে সাপটি তাকে ছোবল মারে । ছোবল মারার কিছুক্ষণের মধ্যেই তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয় ।
যশরাজ জানিয়েছে , শেষবার সে কামড় খেয়েছে ২৫ মে । ১৭ বছরের গাট্টাগোট্টা চেহারার ছেলে অষ্টম বার সাপের কামড় খাওয়ার পর যশরাজের বাবা আর ধৈর্য ধরতে পারেননি । দ্বারস্থ হন এক ওঝার । সেখানে ওঝা যশরাজকে ঝাড়ফুঁক করেন। চন্দ্রমৌলী চন্দ্রমৌলী মিশ্রের বক্তব্য , আমরা বুঝতে পারছি না ,ওঝাও বুঝতে পারছেন না যে একটিই সাপ কেন বার বার আমাদের সন্তানকে টার্গেট করছে ? গত এক মাসে আট বার ছোবল খেয়ে শারীরিক ভাবে তো বটেই , মানসিক ভাবেও আতক্গ্রস্ত হয়ে পড়েছে যশরাজ । বাড়িতে সর্বদা সাপের ভয়ে সিঁটিয়ে থাকছে । পায়ের উপর দিয়ে ঘরে একটা ইঁদুর চলে গেলেও সাপ বলে চেঁচিয়ে উঠছে । ‘ তিনি বলেন , ‘ আমরা সবই করেছি । ওঝার কাছে ছেলেকে নিয়ে গেছি । ঝাড়ফুঁক করিয়েছি । সাপকে তুষ্ট করতে পুজো করিয়েছি বাড়িতে । সাপুড়েদের ডেকে এনে গ্রামে তন্নতন্ন করে সাপটির খোঁজ করেছি । তবু কিছুই হয়নি । সাপুড়েরা একটি বিষধর । সাপেরও নাগাল পাননি । এত কিছু করেও কোনও কিছুতেই ফল হচ্ছে না । আবার কবে ছেলেকে ওই ঘাতক সাপ এসে গোপনে ছোবল মারবে, তা নিয়ে যশরাজের পরিবারের পাশাপাশি গোটা গ্রামের ।
অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…
অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…
আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…
অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…
অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…