একসঙ্গে আটটি ক্লাস নিচ্ছে টিচিং রোবট ঈগল!!
একসঙ্গে ৩০ টা ভাষা জানে ঈগল। ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল নামে হায়দরাবাদের এক শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে পঞ্চম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ায় ঈগল । ঈগল কোনো প্রাণী নয় , সে একটা টিচিং রোবট । হায়দরাবাদের এই ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলই দেশের মধ্যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যারা পড়ানোর কাজে নিয়োগ করেছে রোবোটিক শিক্ষক এক । টিচিং রোবট ঈগল মানুষ শিক্ষক বা শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে পঞ্চম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ায় । মানুষ শিক্ষকদের সহকারীর ভূমিকায় দেখা যায় যন্ত্রমানব ঈগলকে । সপ্তম , অষ্টম আর নবম শ্রেণিতে পদার্থবিদ্যা , রসায়ন , জীববিজ্ঞান , ভূগোল আর ইতিহাস পড়ায় ঈগল । ৩০ টিরও বেশি ভাষায় পড়াতে পারে রোবট ঈগল । শুধু পড়ানোই নয় পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারে সে । পড়ুয়াদেরও পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করে রোবট ঈগল । অ্যানালিটিক্সের সাহায্যে অটোমেটেড বা স্বয়ংক্রিয়ভাবে অ্যাসেসমেন্ট বা পড়ুয়া কত দূর শিখেছে তার পর্যালোচনাও করতে পারে । হায়দরাবাদের ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষা অপর্ণা অচন্তা জানিয়েছেন , ‘ সারা দেশে সব সরকারি ও বেসরকারি স্কুলে আমরা ঈগল রোবট পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি । কারণ , আমরা মনে করি মানুষ এত বুদ্ধিমত্তা আর রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার ঠিকঠাক মিশেলে শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী বদল আসা সম্ভব । মানবাকৃতির রোবট শিক্ষকদের শিক্ষা দিতে সাহায্য করবে । অনেক নবীন প্রতিভার বিকাশ ঘটবে । ‘ ২০১৯ সালে হায়দরাবাদের ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলে প্রথমবার শিক্ষকদের সহকারী হিসাবে ঈগল রোবটের ব্যবহার শুরু হয় । আইআইটির ইঞ্জিনিয়ার , কনটেন্ট ডেভেলপার আর স্কুলের অভিজ্ঞ শিক্ষকরা মিলে এই ঈগল রোবট তৈরি করেছেন । দু’বছরে তাদের মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে এই টিচিং রোবট । ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল এরমধ্যে কর্নাটকের সরকারি স্কুলে শিক্ষার মানোন্নয়নের জন্য ৩০ টি ঈগল রোবট বসিয়েছে । স্কুল কর্তৃপক্ষের আশা এতে সরকারি স্কুলে যেমন শিক্ষকদের অভাব পূরণ হবে তেমনই শিক্ষার মানোন্নয়নও হবে ।