কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!
একসঙ্গে আটটি ক্লাস নিচ্ছে টিচিং রোবট ঈগল!!

একসঙ্গে ৩০ টা ভাষা জানে ঈগল। ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল নামে হায়দরাবাদের এক শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে পঞ্চম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ায় ঈগল । ঈগল কোনো প্রাণী নয় , সে একটা টিচিং রোবট । হায়দরাবাদের এই ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলই দেশের মধ্যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যারা পড়ানোর কাজে নিয়োগ করেছে রোবোটিক শিক্ষক এক । টিচিং রোবট ঈগল মানুষ শিক্ষক বা শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে পঞ্চম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ায় । মানুষ শিক্ষকদের সহকারীর ভূমিকায় দেখা যায় যন্ত্রমানব ঈগলকে । সপ্তম , অষ্টম আর নবম শ্রেণিতে পদার্থবিদ্যা , রসায়ন , জীববিজ্ঞান , ভূগোল আর ইতিহাস পড়ায় ঈগল । ৩০ টিরও বেশি ভাষায় পড়াতে পারে রোবট ঈগল । শুধু পড়ানোই নয় পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারে সে । পড়ুয়াদেরও পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করে রোবট ঈগল । অ্যানালিটিক্সের সাহায্যে অটোমেটেড বা স্বয়ংক্রিয়ভাবে অ্যাসেসমেন্ট বা পড়ুয়া কত দূর শিখেছে তার পর্যালোচনাও করতে পারে । হায়দরাবাদের ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষা অপর্ণা অচন্তা জানিয়েছেন , ‘ সারা দেশে সব সরকারি ও বেসরকারি স্কুলে আমরা ঈগল রোবট পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি । কারণ , আমরা মনে করি মানুষ এত বুদ্ধিমত্তা আর রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার ঠিকঠাক মিশেলে শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী বদল আসা সম্ভব । মানবাকৃতির রোবট শিক্ষকদের শিক্ষা দিতে সাহায্য করবে । অনেক নবীন প্রতিভার বিকাশ ঘটবে । ‘ ২০১৯ সালে হায়দরাবাদের ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলে প্রথমবার শিক্ষকদের সহকারী হিসাবে ঈগল রোবটের ব্যবহার শুরু হয় । আইআইটির ইঞ্জিনিয়ার , কনটেন্ট ডেভেলপার আর স্কুলের অভিজ্ঞ শিক্ষকরা মিলে এই ঈগল রোবট তৈরি করেছেন । দু’বছরে তাদের মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে এই টিচিং রোবট । ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল এরমধ্যে কর্নাটকের সরকারি স্কুলে শিক্ষার মানোন্নয়নের জন্য ৩০ টি ঈগল রোবট বসিয়েছে । স্কুল কর্তৃপক্ষের আশা এতে সরকারি স্কুলে যেমন শিক্ষকদের অভাব পূরণ হবে তেমনই শিক্ষার মানোন্নয়নও হবে ।