একুশে জুন “বিশ্ব যোগা দিবসের” প্রস্তুতি সভা!!
অনলাইন প্রতিনিধি || ‘হিউম্যানিটি’ অর্থাৎ মানবতা এই থিমকে সামনে রেখে এ বছর গোটা বিশ্বে পালিত হবে বিশ্ব যোগা দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হবে নবম বর্ষ বিশ্ব যোগা দিবস। রাজ্যব্যাপী এই মেগা কর্মসূচি কিভাবে পালন করা হবে? তা নিয়ে শুক্রবার প্রস্তুতি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় শিক্ষা দপ্তরের কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মূল অনুষ্ঠানটি হবে উমাকান্ত স্টেডিয়ামে। যদি বৃষ্টি থাকে তাহলে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে উজ্জয়ন্ত প্যালেসকে। সারা রাজ্যব্যাপী এদিন তিন হাজারের উপর মানুষ যোগা প্রদর্শন করবে। মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও।