এক্সিট পোলের সংখ্যা ছাপিয়ে যাবে বিজেপিঃ রাজীব!
বিজেপি সরকারের প্রাত্যাবর্তন নিয়ে আত্মবিশ্বাসী শাসক দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার তিনি এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, তাদের দলের নেতৃত্বাধীন সরকারের প্রত্যাবর্তনের লক্ষ্যে তার কোনও সংশয় ছিল না। বিপুল গরিষ্ঠতা নিয়েই সরকার ফিরছে। এজিট পোলের বিষয়ে তার বক্তব্য, এগজিট পোলের পূর্বাভাস যে হিসাব দিয়েছে তার চেয়ে আরও ভালো ফল করবে পদ্ম শিবির। তার কথায় ‘ছক্কে পে ছক্কা’ হতে চলেছে। এর সপক্ষে শ্রীভট্টাচার্য বলেন,বিগত পাঁচ বছরে বিজেপি সরকার যেভাবে কাজ করেছে তাতে মানুষের আস্থা অর্জন করেছে। মানুষ বিজেপি সরকারের পাশেই রয়েছে। তিনি বলেন, আগামী ২ মার্চ ভোটের গণনা শেষেই এর প্রমাণ মিলবে। এগ্জিট পোল নিয়ে কংগ্রেস এবং বিরোধীদের বক্তব্য প্রসঙ্গে শ্রীভট্টাচার্য বলেন, এরা এজিট পোল নিয়েও কত কিছু বলছে। ২ মার্চের পর তারা আরও অনেক কিছু বলবে। ওদের গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে দাঁড়াবে।এদিকে, বিজেপির কাউন্টিং এজেন্টদের মঙ্গলবার নির্বাচন কার্যালয়ে প্রশিক্ষণ দিলেন প্রদেশ বিজেপির নির্বাচন প্রভারি মহেন্দ্র সিং। আগামী ২ মার্চ ফলাফল গণনার দিন কাউন্টিং হলে কী কী করতে হবে তার বিস্তৃত পাঠ দিয়েছেন উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য শ্রীসিং। গণনার দিন বিরোধী পক্ষ কি ধরনের ষড়যন্ত্র করতে পারে তারও দিশা নির্দেশ করেছেন শ্রীসিং। তিনি বলেছেন, গণনার সময় নিজের টেবিলে নিজের কর্তব্যে অবিচল থাকতে হবে। বিরোধী পক্ষ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে তাতে লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। গণনার সময় নিজের শতভাগ প্রচেষ্টা উজাড় করে দিতেও আহ্বান রাখা হয়েছে। সেই সাথে গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও ধরনের গুজবে কান না দিতেও বলা হয়েছে। এদিনের বৈঠকে বিজেপির নির্বাচন কমিটির কর্মকর্তারা ছিলেন।