এক্স হ্যান্ডলে হাসিনা-কন্যার পোস্ট ঘিরে চাঞ্চল্য!!

 এক্স হ্যান্ডলে হাসিনা-কন্যার পোস্ট ঘিরে চাঞ্চল্য!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের একটি পোস্ট ঘিরে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।বাংলাদেশে মৃত্যুর ঘটনায় এবং দেশের কঠিন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে না পারা নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করেছেন হাসিনা- কন্যা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনা দেখে আমার হৃদয় ভেঙে গেছে।এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’ একই সঙ্গে পুতুল লেখেন, ‘আরডি (‘হু’র রিজিওনাল ডিরেক্টর বা আঞ্চলিক অধিকর্তা) হিসাবে ভূমিকা পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
‘ঘটনাচক্রে শেখ হাসিনা এবং তার একমাত্র কন্যা দুজনেই ভারতের মাটিতে।পুতুল অবশ্য কর্মসূত্রে লন্ডনে থাকেন।তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে বিশেষ দায়িত্ব পেয়ে তিনি ভারতে এসেছেন।গত সোমবার গণরোষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। সোম থেকে বৃহস্পতিবার, গত তিন দিনেও বাংলাদেশের সদ্য-প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদের সাক্ষাৎ হয়নি।এক্স পোস্টে বস্তুত এ কথাই জানিয়েছেন সায়মা পুতুল।সেই সঙ্গে তার কারণও ব্যাখ্যা জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) দায়িত্ব ছেড়ে এখনই ‘অন্য ভূমিকায়’ অবতীর্ণ হবেন না তিনি। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ সায়মা গত ১ নভেম্বর থেকে দিল্লীতে ‘হু’- এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক দপ্তরের অধিকর্তা পদে যোগ দিয়েছেন।সায়মা ওয়াজেদ পুতুলই বাংলাদেশের প্রথম নাগরিক যিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন।অন্য দিকে, গত সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরে ভারতেরই ‘নিরাপদ ঠিকানা’ আপাতত হাসিনার আশ্রয়।হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় বর্তমানে আমেরিকায় রয়েছেন।হাসিনা এখন আপাতত ভারতেই থাকবেন জানিয়ে বৃহস্পতিবার জয় বলেন, ‘ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার।’অন্য দিকে বিবিসি তাদের অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, সায়মা ওয়াজেদ গত মঙ্গলবার দিল্লী এসে পৌঁছেছেন।দিল্লীতে থাকা সত্ত্বেও কেন তিনি তার মা শেখ হাসিনার সঙ্গে কেন দেখা করেননি, নাকি করতে পারেননি, নাকি ভারতীয় কর্তৃপক্ষ তাকে সেই অনুমতি দেয়নি- জানা যায়নি।বিবিসি বলছে, শেখ হাসিনা দিল্লীর কাছে গাজিয়াবাদে ভারতীয় বিমানবাহিনীর হিন্ডন এয়ারবেসে অবতরণ করার কয়েক ঘণ্টা পরেই, সায়মা ওয়াজেদও দিল্লীর উদ্দেশে রওনা দেন। তাই, স্বভাবতই পুতুলের এমন পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.