Categories: বিদেশ

এক চারার গাছে ৬ হাজার টমেটো ফলিয়ে রেকর্ড ব্রিটিশ কৃষকের

এই খবর শেয়ার করুন (Share this news)

গ্রেট ব্রিটেনের এক কৃষক দাবি করেছেন , তিনি টমেটো চাষে অনন্য রেকর্ড গড়েছেন । ব্রিটেনের হার্টফোর্ডশায়ারে ওই ব্যক্তি একটি মাত্র টমেটোর চারাগাছ থেকে একটি – দুটি নয় , ৫,৮৯১ টি টমেটো ফলিয়েছেন । নিজের বাড়ির পিছনের বাগানে ওই গাছ তিনি লাগিয়েছিলেন । ওই কৃষকের নাম ডগলাস স্মিথ ( ৪৪ ) । তার কেরামতিতে ওই গাছে একাধারে লাল এবং সবুজ টমেটো ফলেছে প্রায় ৬ হাজার । সমস্ত টমেটোর মোট ওজন ২০ কেজির বেশি । এর আগে , মিডল্যান্ডসের কভেন্ট্রির সুরজিৎ সিং কাইন্থের দখলে ছিল একটি চারাগাছ থেকে সর্বাধিক টমেটো ফলনের রেকর্ড । সুরজিৎ একটি মাত্র টমেটো গাছে ১,৩৪৪ টি টমেটো ফলিয়েছিলেন । সুরজিতের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন বলে দাবি করেছেন স্মিথ ডগলাস । অন্যদিকে , ব্রিটেনের হ্যাম্পশায়ারের একজন শৌখিন মালি বিশ্বের সবচেয়ে বড় শসা ফলিয়ে সংশ্লিষ্ট মহলে তাক লাগিয়ে দিয়েছেন । তার কীর্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রেকর্ড করা হয়েছে । সেবাস্টিয়ান সুকি নামের ওই ব্যক্তি তার গাছে ৩ ফুট লম্বা শসা ফলিয়ে চমকে দিয়েছেন । যা বাজারে পাওয়া গড় শসা থেকে অন্তত চার গুণ বড় । একই সময়ে , সুকির ফলিত শসার ওজন গড়পড়তা শসার তুলনায় ২০ গুণ বেশি । সাউদাম্পটনের হান্টসের বাসিন্দা চার সন্তানের বাবা সেবাস্তিয়ান গত সপ্তাহে তার বাগানে অতিকায় শসাটি দেখতে পান । তখনই তিনি বুঝে যান , এত বড় শসা মানব ইতিহাসে কেউ ফলাতে পারেনি । ডগলাস স্মিথের টমেটো চাষ সকলের নজরে এসেছে । ব্রিটেনের প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে তার টমেটো ফলনের খবর ফলাও করে প্রকাশিত হয়েছে । ডগলাস এর আগে ২০ ফুট লম্বা সূর্যমুখী গাছ তৈরি করে একটি রেকর্ড তৈরি করেছিলেন । তিনি দাবি করেছেন , তার টমেটো ফলনের কীর্তি গিনেস বুকে জায়গা করে নেবে । স্মিথ ডগলাস কিন্তু পেশায় কৃষক নন । তিনি একজন আইটি ম্যানেজার । হার্টফোর্ডশায়ারে স্ট্যানস্টেড অ্যাবটসে ছেলে স্টেলান এবং স্ত্রী পাইপারকে নিয়ে তার সুখের সংসার । তিনি শখের বশে কৃষিকাজ করেন । তার টমেটো চাষ এবার সরকারি স্বীকৃতি পাবে বলে তিনি আশাবাদী । ডগলাসের দাবি , তার টমেটো বৃদ্ধির রেকর্ডের আরও দু’জন সাক্ষী রয়েছেন । তারা হলেন রেভারেন্ড সারাহ ফরেস্ট এবং প্যারিশ কাউন্সিলের চেয়ারম্যান মাইক ডরমন । ২০২০ সালে স্মিথ একটি ২০ ফুট লম্বা সূর্যমুখী গাছ বাড়িয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন । সেই গাছের উচ্চতা তার বাড়ির চেয়েও বেশি ছিল । সেটি ছিল সাবেক গ্রেট ব্রিটেনের বৃহত্তম সূর্যমুখী উদ্ভিদ । তিনি কি নিছক শখের বশেই একটি মাত্র টমেটো গাছে অত টমেটো ফলিয়েছেন ? স্মিথ বলেন , ‘ মূলত রেকর্ড কায়েম করার জন্যই আমি ঝুঁকি নিয়ে ওই গাছটায় টমেটো ফলাতে শুরু করি । আমার লক্ষ্য ছিল , একটি গাছে যত সংখ্যক বেশি টমেটো ফলানো । কিন্তু এই সংখ্যা যে ৬ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে , ততটা আশা করিনি । ‘ ডলগাস বলেন , ‘ আমি সত্যিই উত্তেজিত ছিলাম এবং ফসল কাটার তারিখ পর্যন্ত কিছুটা নার্ভাস ছিলাম । কারণ গাছের টমেটোগুলি সত্যিই পাকা ছিল । একটা একটা করে তাদের পেড়ে আনার কাজটাও সহজ ছিল না । তবে ৩৫-৪০ থেকে মিনিট টমেটো পাড়ার পরেই আমরা বুঝতে পারি আমরা ক্রমশ রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছি । ‘ ব্রিটেনে এবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম পড়েছে । অতিরিক্ত গরমের কারণে নিজের সাধের টমেটো গাছটি নিয়ে তিনি চিন্তিত বলে জানিয়েছেন । গত ২৬ আগস্ট তিনি ওই গাছ থেকে একটি একটি করে ৫,৮৯১ টি টমেটো তোলেন । ডগলাস স্মিথ বলেন , গুনে গুনে ৫,৮৯১ টি টমেটো তুলতে তার আড়াই ঘণ্টা সময় লেগেছে । ব্রিটেনে প্রতি বছর কম – বেশি ৫ লক্ষ টন টমেটোর চাহিদা তৈরি হয় । এই পরিমাণ টমেটো কিনতে ক্রেতারা প্রায় ১০০ কোটি ডলার খরচ করে।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

21 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

21 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

22 hours ago