এক দেশ, এক নির্বাচন’!!
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির অনুমোদন দিয়েছে বলে খবর। চলমান শীতকালীন সংসদ অধিবেশনে এ নিয়ে একটি বিস্তৃত বিল আনা হতে পারে বলে জানা গেছে।সরকার ইতিমধ্যেই ‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।গত সেপ্টেম্বরে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় নির্বাচনের একসঙ্গে আয়োজনের জন্য ধাপে ধাপে একটি রূপরেখা গ্রহণ করা হয়েছে।