এক দেশ, এক ভোট’-এর পক্ষেই মত দিল কোবিন্দের কমিটি!!

 এক দেশ, এক ভোট’-এর পক্ষেই মত দিল কোবিন্দের কমিটি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

‘অনলাইন প্রতিনিধি :- এক দেশ, এক ভোট’ নিয়ে তৈরি হওয়া কমিটি বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল ৷ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন ওই কমিটি লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করারই সুপারিশ করেছে ৷ এর প্রথম পদক্ষেপ হিসেবে স্থানীয়স্তরে নির্বাচনকে একসঙ্গে আগামী ১০০ দিনের মধ্যে করার প্রস্তাব দেওয়া হয়েছে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেই পোস্টে লেখা হয়, ‘‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যিনি ‘এক দেশ, এক নির্বাচন’ বিষয়ে উচ্চপর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ-সহ কমিটির সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দেশে একযোগে নির্বাচনের প্রতিবেদন পেশ করেছেন ।’’

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.