Categories: দেশ

এক পরিবারেই ৬৫ ভোটার ভোট দিলেন কর্নাটকে

এই খবর শেয়ার করুন (Share this news)

বুধবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নিরুত্তাপে মিটে গেলেও চর্চায় থাকল একটি নির্দিষ্ট পরিবার।কারণ সেই পরিবারে ভোটারের সংখ্যা ৬৫ জন!চিক্কাবাল্লাপুর বিধানসভা কেন্দ্রের ভোটার ওই ৬৫ জনই এদিন ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।জানা গেছে, পরিবারের সদস্যরা একসঙ্গে এসেছিলেন বুথে।পরপর লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিতে বুথে ঢোকেন। পরিবারের এক প্রবীণ সদস্য সংবাদমাধ্যমে জানান,এই নিয়ে বাদাম পরিবারের ৬৫ জন সদস্য পনেরো বারেরও বেশি ভোট দিলেন।প্রতিদিনের ব্যস্ততায় মধ্যে পরিবারের সবাই মিলে হইহই করে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণের মজাই আলাদা, বলেন পরিবারের সদস্য সুদ্রক বাদাম ওই ভোটার।গোটা পরিবার একত্রে ভোট দিতে পেরে
রীতিমতো উচ্ছ্বসিত।পরিবারের প্রবীণ সদস্য সুদ্রক বলেন, ‘ভোটদান শুধু আমাদের কর্তব্য নয়,খুবই আনন্দ পাওয়ার বিষয়।’ বিকাল পর্যন্ত জানা গেছে, চিক্কাবাল্লাপুর বিধানসভা কেন্দ্রে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এই কেন্দ্রটি নানা কারণে রাজনৈতিক মহলে চর্চার বিষয়। এই কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী ডাক্তার কে সুধাকর এই নিয়ে চিক্কাবাল্লাপুর থেকে চার বার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০১৩ এবং ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে তিনি কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হন।উনিশে লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিলে সাধারণ নির্বাচনের সঙ্গে চিক্কাবাল্লাপুরে বিধানসভার উপনির্বাচন হয়।বিজেপির টিকিটে জিতে যান কে সুধাকর। ওই অকাল ভোটে কংগ্রেস প্রার্থী তথা তার বহুদিনের রাজনৈতিক সতীর্থ এম অঞ্জনাপ্পাকে ৩০ হাজারেরও বেশি ভোটে ধরাশায়ী করেন। জয়ের পর তিনি হন কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকারের স্বাস্থ্য ও স্বাস্থ্যশিক্ষা মন্ত্রী।এবার চিক্কাবাল্লাপুরে সুধাকরের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রদীপ এশ্বর এবং জেডিএসের প্রার্থী কেপি বাছেগৌড়া। এছাড়াও ময়দানে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী ও বহুজন সমাজ পার্টির প্রার্থী।২২৪
বিধানসভা আসনের কর্নাটক নির্বাচনে এবার কংগ্রেস বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে শান্তিতেই দিনভর ভোটপর্ব চলে হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।বুথ থেকে বুথে দিনভর চক্কর কেটেছেন মাইক্রো অবজার্ভার। অধিকাংশ বুথে ছিল একাধিক সিসিটিভি ক্যামেরা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago