বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করতে এবার বেসরকারি উদ্যোগেও চার্জিং পয়েন্ট তৈরি হল রাজধানী শহরে। বিভিন্ন আবাসিক অ্যাসোসিয়েশন, ব্যক্তিগত উদ্যোগে বা বিভিন্ন সংস্থার উদ্যোগে আগামী এক বছরের মধ্যে এক হাজারের বেশি চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। এই বিষয়ে মানুষকে উৎসাহিত করতে আগেই এক জানলা পরিষেবা চালু করেছে দিল্লি সরকার। আর তাতেই সুফল মিলেছে। অনেকে নিজের উদ্যোগেই চার্জিং স্টেশন খুলে ফেলেছেন। এক সরকারি আধিকারিক জানাচ্ছেন, তিনি নিজের বাইক চার্জ করার জন্য আবাসনের ছ’তলায় উঠতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই আধিকারিকের কথায়, ‘এভাবে বাইক নিয়ে ওপরে যাওয়া খুবই কষ্টকর আর এতে ঝুঁকিও রয়েছে। এখন পার্কিং এলাকার মধ্যেই চার্জিং পয়েন্ট রয়েছে। আমি ডিসকমের ওয়েবসাইটে এই চার্জিং পয়েন্টের জন্য আবেদন জানাই এবং আমার কাছ থেকে ৩,৫০০ টাকা ধার্য করা হয়।’ এখন এই আধিকারিকের অনেক বন্ধুও টাওয়ার ব্লকের এই চার্জিং পয়েন্ট থেকে নিজেদের গাড়ি চার্জ করান। ‘আমি বন্ধুদের কাছ থেকে এজন্য কোনও টাকা নিই না। কারণ এটা কোনও বাণিজ্যিক ব্যাপার নয়।’ বসন্ত কুঞ্জের আবাসিক কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকেও তিনটি চার্জিং স্টেশন খোলা হয়েছে। এই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত আগরওয়াল বলেন, ‘এটা আধা সরকারি স্টেশন বলা চলে। এখানকার তিনটি চার্জিং স্টেশন থেকে আবাসিকরা চার্জ করাতে পারেন। সুইচ দিল্লি প্রকল্পের মাধ্যমে এই পয়েন্টগুলি তৈরি করা হয়েছে। খুব সহজেই এখান থেকে বিদ্যুৎচালিত গাড়ি চার্জ করানো যায়। এখন এখান থেকে অনেকেই গাড়ি চার্জ করান। প্রতি ইউনিটের জন্য আবাসিকদের কাছ থেকে ৭ টাকা করে নেওয়া হয়। নিজের বাড়িতেই চার্জিং পয়েন্ট তৈরি করেছেন বিবেক বিহারের ডি ব্লকের বাসিন্দা তরুণ ডালমিয়া। তিনি বলেন, ‘এখানে একটিই চার্জিং পয়েন্ট রয়েছে। গড়ে প্রতি ঘণ্টায় খরচ পড়ে ১৫ টাকা। এখন সহজেই আমার গাড়ি চার্জ দিয়ে দিতে পারি। সাধারণভাবে রাতের দিকে গাড়ি চার্জ করি। আগে এই গাড়ি চার্জ দেওয়ার জন্য খুব সমস্যায় পড়তে হতো।’ এই 1000 পয়েন্টের মধ্যে বিএসইএস রাজধানী পাওয়ার লিমিটেডের মাধ্যমে ৩১৫ টি এলাকায় ৬৮২ টি পয়েন্ট তৈরি হয়েছে। বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেডের ৭০ টি এলাকায় ১৫০ টি চার্জিং পয়েন্ট তৈরি করা হয়েছে।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…