এক বছরে ৮,৪২৮ প্লেট ইডলি কিনে ৬ লক্ষ টাকা খরচ করলেন খাদ্যরসিক।।।

এই খবর শেয়ার করুন (Share this news)

ইডলি অর্ডার করে এক বছরে ৬ লক্ষ টাকা খরচ করেছেন হায়দরাবাদের এক ভোজন রসিক। গত দু’দিন আগে ‘ওয়ার্ল্ড ইডলি ডে’ উপলক্ষ্যে তাক লাগানো তথ্য সামনে এনেছিল একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। ওই ব্যক্তি সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাটি।গত এক বছরে মোট ৮,৪২৮টি প্লেট ইডলি অর্ডার করেছিলেন হায়দরাবাদের ওই বাসিন্দা। অবশ্য একার জন্য নয়, বন্ধু ও পরিবার মিলিয়ে সকলের জন্যই এই খাবার অর্ডার করতেন তিনি। হায়দরাবাদে থাকাকালীন তো বটেই,চেন্নাই ও বেঙ্গালুরুতে সফরের সময়ও ইডলি অর্ডার দিয়েছেন, এমনই জানায় অনলাইন ফুড ডেলিভারি সংস্থাটি।যেখানে দেশজুড়ে বিরিয়ানির বিক্রিবাটা লম্বা ইনিংস খেলছে, সেখানে ইডলি একেবারে বাজিমাত করেছে।
ওই অনলাইন কুড ডেলিভারি অ্যাপ যে তথ্য দিয়েছে, তাতে
অনেকেই অবাক হয়ে গিয়েছেন। ‘ওয়ার্ল্ড ইডলি ডি’ উপলক্ষ্যে সংস্থাটি জানিয়েছে, গত বছর ৩০ মার্চ থেকে এই বছর ২৫ মার্চ পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ প্লেট ইডলি সরবরাহ করেছে তারা। তাদের দাবি, আদতে দক্ষিণ ভারতের ব্রেকফাস্টের জনপ্রিয় এই পদ যে দ্রুত বিভিন্ন জায়গাতেই জনপ্রিয়তা পাচ্ছে, পাচ্ছে, সেটি এই পরিসংখ্যান থেকেই অনেকটা স্পষ্ট। ইডলি অর্ডারের নিরিখে দেশের যে তিনটি শহর সকলের উপরে। সেগুলি হল,বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই। তবে এই শহরগুলির প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দিল্লি, কলকাতা, কোচি, কোয়েম্বত্তুর, পুনে,বিশাখাপত্তনম।অনলাইন ফুড ডেলিভারি সংস্থার দাবি, সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যেই সবথেকে বেশি ইডলির অর্ডার এসেছে। তবে চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কোয়েম্বত্তুর এবং মুম্বইয়ের মতো শহরে রাতেও ইডলি খাওয়ার চল রয়েছে। অন্তত তেমনই স্পষ্ট অনলাইন অর্ডার-পরিসংখ্যান থেকে। তবে বিভিন্ন ধরনের ইডলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় একেবারে সাবেকি ইডলি। অন্যদিকে, বেঙ্গালুরুর বাসিন্দারা রাভা ইডলি খেতে ভীষণ ভালোবাসেন।তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার শহরগুলিতে আবার করম পোড়ি ইডলি বেশি জনপ্রিয়। তবে ব্রেকফাস্ট বা প্রাতঃরাশের প্রয়োজনীয় পদ হিসাবে ‘মশলা দোসা’-এই সকলের উপরে। ইডলি রয়েছে দ্বিতীয় স্থানে। শুধু এই পদ নয়, ভোজনরসিকরা সাম্বার, নারকেল চাটনি, করমপুরি, মেদু বড়ার মতো খাবারও সমানতালে অর্ডার করেছেন গত এক বছরে।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago