এগার বাংলাদেশী আটক!!
গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর আই এস বি টি থেকে রাত্রি কালিন বাসে চেপে বহিঃরাজ্যে পারি দেওয়ার সময় দুই শিশু, দুই মহিলা সহ ১১ জন বাংলাদেশীকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে জানা যায় তারা অবৈধ ভাবে গতকাল রাতে ভারতে প্রবেশ করেছে। শুক্রবার তাদেরকে দুই ঘণ্টার পথ অতিক্রম করে ধর্মনগরে আনা হয়। ধর্মনগর থেকে তাদেরকে নাইট সুপার বাসের টিকিট কেটে দেওয়া হয় বহিঃরাজ্যে যাওয়ার জন্য। তাদের সাথে পশ্চিম বঙ্গের এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। তার নাম মহিদ এস জি শাইখ। তাদের সাথে কথা বলে জানা গেছে তারা বৃহস্পতিবার কৈলাসহর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে কে বা কারা তাদেরকে সীমান্ত পারাপারে সহায়তা করেছে, তা নিয়ে।