অনলাইন প্রতিনিধি :-ন্যাশনেল মেডিকেল কাউন্সিল (এনএমসি) আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস আণ্ডার গ্র্যাজুয়েট কোর্সের আসন সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ১৫০ করল।বর্তমান শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে। স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা এ মর্মে জানিয়েছেন।এই আসন সংখ্যা বৃদ্ধি রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের চিকিৎসক হবার স্বপ্ন পূরণ যেমন ঘটবে, তেমনি রাজ্যের চিকিৎসকের সংকট দূর করার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হবে।ধারাবাহিকভাবে সরকার সুপার স্পেশালিস্ট স্পেশালিস্ট সহ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া জারি রেখেছে। পাশাপাশি এমবিবিএস,পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) সহ চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সুযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। এজিএমসির আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, এটি একটি উল্লেখযোগ্য সাফল্য, কারণ এই সিদ্ধান্ত রাজ্যের মেডিকেল শিক্ষার্থীদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার আরও সুযোগ বাড়াবে। মেডিকেল আসন সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত, ভবিষ্যতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, মেডিকেল আসন সংখ্যা বৃদ্ধি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের উন্নতির প্রচেষ্টায় কোনও ত্রুটি রাখবে না।এদিকে, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে অত্যন্ত আধুনিক লেজার ব্যবহারের মাধ্যমে অস্ত্রোপচার শুরু হয়েছে।গত ২৮ জুন প্রথমবারের মতো এই অস্ত্রোপচার সম্পন্ন হলো।
বর্তমানে, আধুনিক ব্যবস্থাপনায় এই সার্জারি একধাপ উন্নত পদ্ধতি।এটি অত্যাধুনিক অস্ত্রোপচারের যন্ত্রপাতিদের মধ্যে অন্যতম। এর সুবিধা হলো, এর ফলে অপেক্ষাকৃত কম রক্তক্ষরণ কম সময়ে অস্ত্রোপচার হয়। এটি সেলাইবিহীন, অস্ত্রোপচারের পর কম ব্যথা হয়,ফোলাও কম থাকে এবং দ্রুত ক্ষত নিরাময় ঘটে। এছাড়া এটি চিরাচরিত প্রথার চেয়েও অত্যন্ত নিরাপদ, কার্যকর ও স্বাচ্ছন্দ্যদায়ক অস্ত্রোপচার।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…