এনআইটি আগরতলা ও রাজ্য বিদ্যুৎ নিগমের মধ্যে সমঝোতা।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং বিদ্যুৎ সরবরাহ ক্ষমতাকে আরও শক্তিশালী করতে একটি বড় উদ্যোগ নিল রাজ্য বিদ্যুৎ নিগম। সোমবার এনআইটি আগরতলার সাথে একটি সমঝোতা পত্র (মউ স্বাক্ষর করলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসি এল)।এই সমঝোতা পত্রের মূল উদ্দেশ্য হলো, দুই প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুৎ সম্পর্কিত জ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান, গবেষণা সহযোগিতা এবং একাডেমিক ও শিল্পের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা। সমঝোতা পত্রে টিএসইসিএল-এর তরফে স্বাক্ষর করেছেন ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু, এজিএম কর্পোরেট অফিস মিতা সাহা, এবং এজিএম বিদ্যুৎ সার্কেল নং ২ শ্যামল বৈদ্য। এনআইটি আগরতলার তরফে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার আশীষ বর দলই, ডিন তরুণ কুমার মিশ্র এবং ডিন অরবিন্দ কুমার জৈন।এ সমঝোতা পত্রের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে বিদ্যুৎ ক্ষেত্র সম্পর্কিত গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা করবে। এই সহযোগিতার লক্ষ্য হলো, রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং এর সুফল সাধারণ জনগণের কাছে পৌঁছানো। এনআইটি আগরতলা তাদের গবেষণালবদ্ধ ফলাফল রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনায় কাজে লাগাতে সাহায্য করবে।একইভাবে টিএসইসিএলের এর অভিজ্ঞতাকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের জন্য শিক্ষামূলক উপকরণ তৈরি করবে। সমঝোতা পত্রে উল্লেখযোেগ্য দিক হলো, এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে ডাটা শেয়ারিং-এর তথ্য আদান-প্রদান। এর ফলে গবেষণা ও মূল্যায়ন ক্ষেত্রে বিদ্যুৎ নিগম এবং এনআইটি আগরতলা একযোেগভাবে কাজ করবে এবং বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নে বিশেষ অবদান রাখবে। এ ছাড়া, রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির জন্য একাডেমিয়া ও শিল্পের মধ্যে সম্পর্ক জোরদার করাও এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এ প্রসঙ্গে এনআইটি আগরতলার ডিরেক্টর শরৎ কুমার পাত্রা এবং টিএসইসিএলের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু তাদের বক্তব্য জানান, এই সমঝোতা পত্র রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং জনকল্যাণে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতার ফলে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আরও নির্ভরযোগ্যতা আসবে। এছাড়া, এই সমঝোতা পত্র রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষা, দক্ষতা এবং স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করে জনগণের জীবনযাত্রা সহজতর করা।ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যে রাজ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। সমঝোতাপত্র এর মধ্যে একটি।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago