অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং বিদ্যুৎ সরবরাহ ক্ষমতাকে আরও শক্তিশালী করতে একটি বড় উদ্যোগ নিল রাজ্য বিদ্যুৎ নিগম। সোমবার এনআইটি আগরতলার সাথে একটি সমঝোতা পত্র (মউ স্বাক্ষর করলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসি এল)।এই সমঝোতা পত্রের মূল উদ্দেশ্য হলো, দুই প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুৎ সম্পর্কিত জ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান, গবেষণা সহযোগিতা এবং একাডেমিক ও শিল্পের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা। সমঝোতা পত্রে টিএসইসিএল-এর তরফে স্বাক্ষর করেছেন ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু, এজিএম কর্পোরেট অফিস মিতা সাহা, এবং এজিএম বিদ্যুৎ সার্কেল নং ২ শ্যামল বৈদ্য। এনআইটি আগরতলার তরফে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার আশীষ বর দলই, ডিন তরুণ কুমার মিশ্র এবং ডিন অরবিন্দ কুমার জৈন।এ সমঝোতা পত্রের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে বিদ্যুৎ ক্ষেত্র সম্পর্কিত গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতা করবে। এই সহযোগিতার লক্ষ্য হলো, রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং এর সুফল সাধারণ জনগণের কাছে পৌঁছানো। এনআইটি আগরতলা তাদের গবেষণালবদ্ধ ফলাফল রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনায় কাজে লাগাতে সাহায্য করবে।একইভাবে টিএসইসিএলের এর অভিজ্ঞতাকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের জন্য শিক্ষামূলক উপকরণ তৈরি করবে। সমঝোতা পত্রে উল্লেখযোেগ্য দিক হলো, এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে ডাটা শেয়ারিং-এর তথ্য আদান-প্রদান। এর ফলে গবেষণা ও মূল্যায়ন ক্ষেত্রে বিদ্যুৎ নিগম এবং এনআইটি আগরতলা একযোেগভাবে কাজ করবে এবং বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নে বিশেষ অবদান রাখবে। এ ছাড়া, রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির জন্য একাডেমিয়া ও শিল্পের মধ্যে সম্পর্ক জোরদার করাও এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এ প্রসঙ্গে এনআইটি আগরতলার ডিরেক্টর শরৎ কুমার পাত্রা এবং টিএসইসিএলের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু তাদের বক্তব্য জানান, এই সমঝোতা পত্র রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং জনকল্যাণে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতার ফলে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আরও নির্ভরযোগ্যতা আসবে। এছাড়া, এই সমঝোতা পত্র রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষা, দক্ষতা এবং স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করে জনগণের জীবনযাত্রা সহজতর করা।ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যে রাজ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। সমঝোতাপত্র এর মধ্যে একটি।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…