এনআইটি হোস্টেলে তান্ডব!!
এনআইটি আগরতলা হোস্টেলে বৃহস্পতিবার রাতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
উত্তর এবং দক্ষিণ ভারতের ছাত্ররা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনা এনআইটির আর্যভট্ট হস্টেলে। এতে করে কয়েকজন ছাত্র আহত হয়, যাদের পরে চিকিৎসার প্রয়োজন পড়ে।
রাত প্রায় ১টার পর কলেজের ডাইরেক্টর কেম্পাসে আসেন সঙ্গে পুলিশ নিয়ে।
যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। অন্য ছাত্র ছাত্রীরা সারারাত ভয়ে কাটায়। সকলে নিজেদেরকে রুমে আটকে রাখে। ছাত্রছাত্রীদের দাবি, যাতে এই রকমের অপ্রীতিকর পরিস্থিতি আর না হয়। সেই সাথে বৃহস্পতিবার রাতের ঘটনায় যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ,এই দাবি জানানো হয়েছে।