এনসিসি’র সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শুরু!
অনলাইন প্রতিনিধি :-এন সি সি ‘র সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প (সিএটিসি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আগরতলা এনএসআরসিসিতে। এই প্রশিক্ষণ শিবির চলবে টানা ১০ দিন।
রাজ্যের ১১টি কলেজ এবং ৩০ টি স্কুলের এসডি, এস ডব্লু ,জে ডি ,জে ডব্লু ক্যাটাগরির ৩৭২ জন ক্যাডেট ক্যাম্পে অংশগ্রহণ করেছে।এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের সহযোগী এন সি সি অফিসার, এ এন ও এবং কেয়ার টেকার অফিসাররা এই ক্যাম্পে বিভিন্ন ক্লাস নেওয়ার জন্য এবং ক্যাম্পে ক্যাডেটদের পারফরম্যান্স পর্যবেক্ষণের জন্য অংশগ্রহণ করে। ক্যাম্পটির আয়োজন করে ১৩ ত্রিপুরা বিএন এনসিসি।
ক্যাম্প কমান্ড্যান্ট কর্নেল এম এ রাজমান্নার বলেন, এই ক্যাম্পের উদ্দেশ্য হল ক্যাডেটদের আন্তঃব্যক্তিক দক্ষতা, আত্মবিশ্বাস তৈরি করা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ইত্যাদির বিকাশ ঘটানো।