অনলাইন প্রতিনিধি :-ইন্ডিগো
আগামী এপ্রিল মাসের শুরুতে গ্রীষ্মকালীন বিমান সূচিতে আগরতলা সেক্টরে বিমান কমিয়ে দেওয়ার পথে হাঁটছে।এমনই খবর মিলছে আগরতলা এমবিবি বিমানবন্দর সূত্রে।যদিও ইন্ডিগো এখনও গ্রীষ্মকালীন বিমান সূচি ঘোষণা করেনি। বিমান সূচি ঘোষণা করলেই জানা যাবে কোন রুট থেকে কোন্ কোন্ বিমান উঠিয়ে নেওয়া হচ্ছে।তবে এখন পর্যন্ত জানা গেছে আগরতলা-শিলংয়ের মধ্যে যাতায়াতকারী এটিআর বিমান তুলে নেওয়া হচ্ছে।এই রুটে শুধুমাত্র আগরতলা ও শিলংয়ের মধ্যে যাতায়াতে ইন্ডিগোর ৭৮ আসনের এটিআর বিমান চালু রয়েছে। অন্য আর কোনও বিমান নেই। ফলে ইন্ডিগো যদি গ্রীষ্মকালীন সূচি থেকে এপ্রিলের শুরুতে এই বিমান উড়ান গুটিয়ে নেয় তাতে যাতায়াতে যাত্রীরা চরম বিপাকে পড়বেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই এটিআর বিমানের জন্য এপ্রিল মাসে টিকিট বুকিংও নেওয়া হচ্ছে না।তাতেই সংশ্লিষ্ট মহলের ধারণা আগরতলা-শিলংয়ের মধ্যে যাতায়াতে এটিআর বিমান গুটিয়ে নেওয়া হচ্ছে।শুধু তা নয়,আগরতলা-কলকাতা রুটের উভয়দিক থেকেও একটি বিমান গুটিয়ে নেওয়ার পথে হাঁটছে ইন্ডিগো বলেও জানা গেছে।গ্রীষ্মকালীন বিমান সূচি প্রকাশ হলেই কোন্ বিমান উঠবে পুরো ব্যাপারটি জানা যাবে।খুব শীঘ্রই গ্রীষ্মকালীন বিমান সূচি ইন্ডিগো ঘোষণা দিতে পারে বলে বিমান সংস্থা সূত্রে বলা হয়েছে।এদিকে বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) এখনও পুনরায় চালু হয়নি। পুরানো আইএলএস যন্ত্র সরিয়ে বিমানবন্দরে একই জায়গায় নতুন যন্ত্র বসানো হয়েছে।গত বছর মে মাস থেকে নতুন যন্ত্র বসানোর কাজ চলায় সেই সময় থেকেই আইএলএস বিমান অবতরণে সুবিধা মিলছে না।প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশায় বিমান অবতরণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় সেই কারণেই বিমান অবতরণ ভীষণভাবে ব্যাহত ও বিঘ্নিত হচ্ছে।সামনে বর্ষাকাল।শীঘ্রই আইএলএস যন্ত্র যদি চালু না করা হয় তাতে বিমান অবতরণ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। যন্ত্র বানানোর কাজ শেষ হওয়ার পর নভেম্বরে যন্ত্রের পরীক্ষর কাজও শেষ হয়। কিন্তু তারপরও এখন পর্যন্ত এই যন্ত্র চালু হয়নি। বিমানবন্দর অথরিটির বক্তব্য হলো দিল্লীস্থিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (ডিজিসিএ) নতুনভাবে বসানো আইএলএস যন্ত্র চালু করার অনুমতি দিলেই তখন চালু হবে।কবে চালু হবে আধুনিক যান্ত্রিক ল্যান্ডিং সিস্টেম তা নিশ্চিত করে জানাতে পারছেন না বিমানবন্দর অথরিটি।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…