ক্যাম্প ক্যাম্প খেলা , টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষের আগে আরও একবার হতে যাচ্ছে বলে খবর । অভিযোগ , যেতে যেতেও আরও একবার ক্যাম্প বাণিজ্যের পরিকল্পনায় রাজ্য ক্রিকেট সংস্থা । জানা গেছে , আগামী আগষ্ট মাসে সিনিয়র ক্রিকেট ( পুরুষ ও মহিলা ) দলের ফিটনেস ক্যাম্প করার পরিকল্পনা নাকি চলছে টিসিএতে । ক্যাম্পে কারা কারা আসবে সেই তালিকা প্রস্তুতের জন্য এক সিনিয়র নির্বাচককে নাকি দায়িত্বও দেওয়া হয়েছে । এদিকে , সূত্রে প্রকাশ , টিসিএর যুগ্ম সচিব নাকি সিনিয়র দলের ক্রিকেটারদের বলে দিয়েছেন যে , বোর্ডের টুর্নামেন্ট শেষ । টিসিএর ঘরোয়া টুর্নামেন্টও আর হবে না । তবে আগামী তিন মাস কোনও ক্রিকেট খেলা না হলেও আগষ্টে নাকি প্রস্তুতি ক্যাম্প হবে । আগামী মাসে ক্যাম্প হবে । যুগ্ম সচিবের নির্দেশ পেয়ে এখন থেকেই বেশ কিছু সিনিয়র ও জুনিয়র ক্রিকেটার নাকি ব্যক্তিগত উদ্যোগে জিম , ফিজিক্যাল ফিটনেসে নেমেও গেছে । কারণ গত বছরের অভিজ্ঞতা অনেকেরই ভালো ছিল না । ফিটনেসে উত্তীর্ণ না হতে পারলে টিমে ঢোকার দরজা বন্ধ । স্বাভাবিকভাবেই ক্রিকেটাররাও বসে থাকছে না ।
তবে পাশাপাশি ক্রিকেটারদের মনে প্রশ্নও তৈরি হচ্ছে যে , নতুন কমিটিতে কী যুগ্ম সচিবরা ফিরবেন কি না । সেপ্টেম্বর মাসেই তো টিসিএতে নির্বাচন । এদিকে , মহকুমাতে যখন ক্লাব ক্রিকেট চলছে তখন এ সময়ে নিশ্চিতভাবেই টিসিএর ঘরোয়া ক্লাব ক্রিকেটটা করিয়ে নেওয়া যেতো । এতে করে ক্রিকেটাররাও আগামী মরশুনের আগে নিজেদের আরও তৈরি করে নেবার সুযোগ পেতো । কিন্তু ঘরোয়া ক্রিকেট করলে নাকি ক্রিকেটার ও ক্লাবগুলির লাভ । টিসিএর কর্তাদের পকেটে নাকি কিছু আসে না । আর ক্যাম্প করলে কর্তাদের নাকি লাভের মুখ দেখা যায় । যে কারণে কমিটির মেয়াদ শেষ হওয়ার শেষবেলায়ও সেই ক্যাম্প ক্যাম্প খেলার প্রস্তুতি চলছে টিসিএতে । রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট বন্ধ হয়ে আছে । সেটি চালু করার ন্যূনতম তাগিদ নেই কারোর । না টিসিএ কর্মকর্তাদের না উপদেষ্টা টুর্নামেন্ট কমিটিরও । তারপর মহকুমাগুলি যেখানে ঝড় বৃষ্টির হুমকি মাথায় নিয়েও সিনিয়র ক্লাব ক্রিকেট করছে সে জায়গায় তিন সিজন ধরে বন্ধ থাকা আগরতলার ঘরোয়া ক্লাব ক্রিকেট চালু নিয়ে এতটুকু তৎপরতা নেই টিসিএর। বৃষ্টি হলে মাঠ শুকানোর জন্য সুপার সপার পর্যন্ত থাকছে না মহকুমাগুলির । তারপরও পুরানো সেই স্পঞ্জ ভিজিয়ে জল বালতিতে ভরে বাইরে ফেলে মাঠ খেলার জন্য উপযুক্ত করা হচ্ছে । অথচ আগরতলায় সবকিছুর সুবিধা ও ব্যবস্থ থাকা সত্ত্বেও স্রেফ সদ্ উদ্যোগ নেবার অভাবে ক্লাব ক্রিকেট এ বছরও হচ্ছে না । অবশ্য নিন্দুকদের বক্তব্য অন্য রকম । ক্যাম্প করলে নাকি কারো কারো বাড়তি রোজগার হয় । তাই বিদায়ের সময়েও ক্রিকেট নয় , ক্যাম্প ক্যাম্প খেলতে ব্যস্ত হচ্ছে টিসিএ অভিযোগ ক্রিকেট মহলের ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…