প্রযুক্তি নির্ভর আধুনিক জীবনযাপনে অভ্যস্ত মানুষ টিভি ছাড়া এখন আর এক মুহূর্তও থাকতে পারে না। বিশেষ করে এলাকার বা দেশ-বিদেশে কী ঘটে চলেছে তা জানতে
নিউজ চ্যানেল ছাড়া আজ সবার জীবন অচল। কিন্তু ১৯৩৬ সালে পরিস্থিতি এরকম ছিল না। টিভিতে সম্প্রচার কীভাবে হয় তা কেউ জানত না। ১৯৩৬ সালের ২ নভেম্বর।
ইতিহাস সৃষ্টি হয় বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী শহর লন্ডনে। লন্ডনের দ্রষ্টব্য আলেকজান্দ্রা প্যালেস থেকে ১৯৩৬ সালের ২ নভেম্বর প্রথম বার টিভি সম্প্রচার হয়। আলেকজান্দ্রা
প্যালেসের স্টুডও থেকে প্রথমবার নিয়মিত হাই ডেফিনিশন টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। উত্তর লন্ডনের ছোট্ট এক টিলার ওপর গড়া এই প্রাসাদকে বলা হয় বৈদ্যুতি ন টিভি সম্প্রচারের ধাত্রীভূমি। ১৯৫০ সাল পর্যন্ত ব্রিটেনের একমাত্র টিভি স্টেশন ছিল আলেকজান্দ্রা প্যালেসেই। ১৯৫০ সালে দ্বিতীয় টিভি স্টেশন তৈরি হয় বার্মিংহামে। লোহা আর কাচ দিয়ে বিশাল এলাকা জুড়ে গড়া আলেকজান্দ্রা প্যালেসকে বলা হয়
‘পিপলস প্যালেস’ বা জনগণের রাজপ্রাসাদ।
১৮৭০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এখানে ছিল একটা ডেয়ারি ফার্ম। তারপরই বিশাল এলাকা জুড়ে আলেকজান্দ্রা প্যালেস গড়া হয়। যা ভিক্টোরীয় স্থাপত্যশৈলীর এক
অসাধারণ নমুনা। স্থানীয় বাসিন্দারা এই প্রাসাদকে আদর করে ডাকেন ‘অ্যালি প্যালি’ নামে। ১৯৩৫ সালে বিবিসি এই রাজপ্রাসাদেই টিভি সম্প্রচারের জন্য স্টেশন গড়ে তোলার
পরিকল্পনা করে। টিভি সম্প্রচারের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৬০০ মিটার ওপরে ট্রান্সমিটার রাখতে হয়। সেদিক থেকে আলেকজান্দ্রা প্যালেস একেবারে আদর্শ । কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪০০ মিটার। যে সময় বিবিসি এখানে টিভি স্টেশন
গড়ার পরিকল্পনা করে সেসময় টিভি সেটের দাম পড়ত মোটামুটি ১০০ পাউন্ড বা আজকের দিনে দশ হাজার টাকার মতো। তবে, বেশিরভাগ সাধারণ লোকের তখন ওই টাকা দিয়ে টিভি কেনার ক্ষমতা ছিল না। তাই, প্রথম দিনে টিভির সম্প্রচার গ্রেটার লন্ডন
এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। ১৯৩৬ সালের ২ নভেম্বর বিবিসির প্রথম আনুষ্ঠানিক টিভি সম্প্রচারের দর্শক সংখ্যা ছিল মাত্র ৫০০ জন। ছুটিতে থাকায় সেদিন বিবিসির অধিকর্তা লর্ড জন রিথ নিজেই প্রথমদিনের সম্প্রচারের সময় সশরীরে হাজির থাকতে পারেননি। প্রথমদিনের ‘অফিশিয়াল ওপনিংয়’এ ঘোষক ছিলেন লেসলি মিশেল। প্রথম দিনে নাচগানের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। বিবিসি কখনোই আলেকজান্দ্রা প্যালেস কেনেনি। তবে সরাসরি টিভি সম্প্রচারের জন্য রাজপ্রাসাদের পূর্ব প্রান্তের অংশ লিজ নেয় তারা।
রাজপ্রাসাদের ডাইনিং রুমে ২টি টিভি
স্টুডিও তৈরি হয়। স্টুডিও এ-তে ছিল ম্যারকোনি-ইএমআই এমিট্রন সিস্টেম আর স্টুডিও বি-তে ছিল বেয়ার্ডকোম্পানির কাম্বারসম ফিল্ম টেকনিক। কাম্বারসম টেকনিককে হারিয়ে বাজিমাত করে ম্যারকোনি-ইএমআইয়ের এমিট্রন ক্যামেরার
প্রযুক্তিই। ১৯৩৬ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টুকু ছাড়া ১৯৫০ সাল পর্যন্ত আলেকজান্দ্রা প্যালেসই ছিল বিবিসির মূল টিভি প্রোডাকশন সেন্টার। ১৯৫৩ সালে এখান থেকেই সম্প্রচারিত হয় রানি দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক অভিষেকের অনুষ্ঠান। ১৯৫৬ সালের পর থেকে মূলত বিবিসির খবর সম্প্রচার করা হত আলেকজান্দ্রা প্যালেস থেকে। ১৯৫ একরের বিশাল এলাকার ওপর তৈরি হয়েছে আলেকজান্দ্রা প্যালেস। রাজপ্রাসাদের মোট
আয়তনই ৭ একর। প্রতিবছর প্রায় ৩০ লাখ দর্শনার্থী আসেন উত্তর লন্ডনের দ্রষ্টব্য স্থান আলেকজান্দ্রা প্যালেসে। দীর্ঘ ৮৭ বছর পর এবার আন্তর্জাতিক হেরিটেজ তালিকায় জায়গা পেতে চলেছে আলেকজান্দ্রা প্যালেস।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…