Categories: বিদেশ

এবার আন্তর্জাতিক হেরিটেজ তালিকায়জায়গা পেতে চলেছে আলেকজান্দ্রা প্যালেস

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রযুক্তি নির্ভর আধুনিক জীবনযাপনে অভ্যস্ত মানুষ টিভি ছাড়া এখন আর এক মুহূর্তও থাকতে পারে না। বিশেষ করে এলাকার বা দেশ-বিদেশে কী ঘটে চলেছে তা জানতে
নিউজ চ্যানেল ছাড়া আজ সবার জীবন অচল। কিন্তু ১৯৩৬ সালে পরিস্থিতি এরকম ছিল না। টিভিতে সম্প্রচার কীভাবে হয় তা কেউ জানত না। ১৯৩৬ সালের ২ নভেম্বর।
ইতিহাস সৃষ্টি হয় বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী শহর লন্ডনে। লন্ডনের দ্রষ্টব্য আলেকজান্দ্রা প্যালেস থেকে ১৯৩৬ সালের ২ নভেম্বর প্রথম বার টিভি সম্প্রচার হয়। আলেকজান্দ্রা
প্যালেসের স্টুডও থেকে প্রথমবার নিয়মিত হাই ডেফিনিশন টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। উত্তর লন্ডনের ছোট্ট এক টিলার ওপর গড়া এই প্রাসাদকে বলা হয় বৈদ্যুতি ন টিভি সম্প্রচারের ধাত্রীভূমি। ১৯৫০ সাল পর্যন্ত ব্রিটেনের একমাত্র টিভি স্টেশন ছিল আলেকজান্দ্রা প্যালেসেই। ১৯৫০ সালে দ্বিতীয় টিভি স্টেশন তৈরি হয় বার্মিংহামে। লোহা আর কাচ দিয়ে বিশাল এলাকা জুড়ে গড়া আলেকজান্দ্রা প্যালেসকে বলা হয়
‘পিপলস প্যালেস’ বা জনগণের রাজপ্রাসাদ।
১৮৭০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এখানে ছিল একটা ডেয়ারি ফার্ম। তারপরই বিশাল এলাকা জুড়ে আলেকজান্দ্রা প্যালেস গড়া হয়। যা ভিক্টোরীয় স্থাপত্যশৈলীর এক
অসাধারণ নমুনা। স্থানীয় বাসিন্দারা এই প্রাসাদকে আদর করে ডাকেন ‘অ্যালি প্যালি’ নামে। ১৯৩৫ সালে বিবিসি এই রাজপ্রাসাদেই টিভি সম্প্রচারের জন্য স্টেশন গড়ে তোলার
পরিকল্পনা করে। টিভি সম্প্রচারের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৬০০ মিটার ওপরে ট্রান্সমিটার রাখতে হয়। সেদিক থেকে আলেকজান্দ্রা প্যালেস একেবারে আদর্শ । কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪০০ মিটার। যে সময় বিবিসি এখানে টিভি স্টেশন
গড়ার পরিকল্পনা করে সেসময় টিভি সেটের দাম পড়ত মোটামুটি ১০০ পাউন্ড বা আজকের দিনে দশ হাজার টাকার মতো। তবে, বেশিরভাগ সাধারণ লোকের তখন ওই টাকা দিয়ে টিভি কেনার ক্ষমতা ছিল না। তাই, প্রথম দিনে টিভির সম্প্রচার গ্রেটার লন্ডন
এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। ১৯৩৬ সালের ২ নভেম্বর বিবিসির প্রথম আনুষ্ঠানিক টিভি সম্প্রচারের দর্শক সংখ্যা ছিল মাত্র ৫০০ জন। ছুটিতে থাকায় সেদিন বিবিসির অধিকর্তা লর্ড জন রিথ নিজেই প্রথমদিনের সম্প্রচারের সময় সশরীরে হাজির থাকতে পারেননি। প্রথমদিনের ‘অফিশিয়াল ওপনিংয়’এ ঘোষক ছিলেন লেসলি মিশেল। প্রথম দিনে নাচগানের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। বিবিসি কখনোই আলেকজান্দ্রা প্যালেস কেনেনি। তবে সরাসরি টিভি সম্প্রচারের জন্য রাজপ্রাসাদের পূর্ব প্রান্তের অংশ লিজ নেয় তারা।
রাজপ্রাসাদের ডাইনিং রুমে ২টি টিভি
স্টুডিও তৈরি হয়। স্টুডিও এ-তে ছিল ম্যারকোনি-ইএমআই এমিট্রন সিস্টেম আর স্টুডিও বি-তে ছিল বেয়ার্ডকোম্পানির কাম্বারসম ফিল্ম টেকনিক। কাম্বারসম টেকনিককে হারিয়ে বাজিমাত করে ম্যারকোনি-ইএমআইয়ের এমিট্রন ক্যামেরার
প্রযুক্তিই। ১৯৩৬ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টুকু ছাড়া ১৯৫০ সাল পর্যন্ত আলেকজান্দ্রা প্যালেসই ছিল বিবিসির মূল টিভি প্রোডাকশন সেন্টার। ১৯৫৩ সালে এখান থেকেই সম্প্রচারিত হয় রানি দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক অভিষেকের অনুষ্ঠান। ১৯৫৬ সালের পর থেকে মূলত বিবিসির খবর সম্প্রচার করা হত আলেকজান্দ্রা প্যালেস থেকে। ১৯৫ একরের বিশাল এলাকার ওপর তৈরি হয়েছে আলেকজান্দ্রা প্যালেস। রাজপ্রাসাদের মোট
আয়তনই ৭ একর। প্রতিবছর প্রায় ৩০ লাখ দর্শনার্থী আসেন উত্তর লন্ডনের দ্রষ্টব্য স্থান আলেকজান্দ্রা প্যালেসে। দীর্ঘ ৮৭ বছর পর এবার আন্তর্জাতিক হেরিটেজ তালিকায় জায়গা পেতে চলেছে আলেকজান্দ্রা প্যালেস।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

11 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

14 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

15 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

16 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

16 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

17 hours ago