এবার কাঞ্চনজঙ্ঘা সাব্রুমে বাতিল, নম্বর বদল ট্রেনের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অবশেষে সাব্রুম জুড়তে চলেছে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে।আঠারো জুন
মঙ্গলবার সকালে আগরতলার বদলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে সাব্রুম থেকে।তার
আগে ষোল জুন,রবিবার শিয়ালদহ থেকে ছেড়ে আসা এই এক্সপ্রেস ট্রেনটি আগরতলার বদলে যাত্রা শেষ করবে সাব্রুমে।তারপর থেকে সপ্তাহে চারদিন করে দূরপাল্লার এই এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে সাব্রুম-শিয়ালদহ,শিয়ালদহ-সাব্রুমের মধ্যে।সাব্রুম থেকে ছেড়ে আসার পর ট্রেনটি
আগরতলার আগে বিরতি দেবে উদয়পুরে।তারপর পনেরো মিনিট অপেক্ষার পর ট্রেনটি পূর্ব নির্ধারিত সময়ে ছাড়বে আগরতলা থেকে।
শিয়ালদহের উদ্দেশে আগের মতোই ট্রেনটি আগরতলার উদ্দেশে যাত্রা করবে সকাল ৮.১০ মিনিটে।আবার শিয়ালদহ থেকে সাক্রম যাওয়ার পথেও ট্রেনটি আগরতলায় পনেরো মিনিট
অপেক্ষার পর সারুমের উদ্দেশে যাত্রা করবে।এ নিয়ে ভারতীয় রেল বোর্ডের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় প্রায় নয় মাস আগে।গত বছর, ২০২৩ সালের অক্টোবর মাসে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।তার প্রায় নয় মাস
পর চলতি জুন মাসে ঘোষণা কার্যকর হতে চলেছে।স্থানীয় মানুষের দাবি ও যাত্রী চাহিদার কথা মাথায় রেখে
ট্রেনটির বিলোনীয়ায় বিরতি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে।প্রস্তাবটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং বিভাগ হয়ে সীমান্ত রেলের সদর কার্যালয়ে পৌঁছে
গেছে বলে জানা যায়।মাস কয়েকের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়ায় যাত্রা বিরতি দেওয়ার সিদ্ধান্তের সম্ভাবনা প্রবল বলে খবর।কেন না বর্তমানে ডেমু ট্রেন চলাচলে-আগরতলা-সাক্রম-আগরতলার মধ্যে বিলোনীয়ায় সবচেয়ে বেশি যাত্রী হয়।এই কারণ তুলে ধরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়ায় বিরতি দেওয়া নিয়ে প্রবল চাপ রয়েছে। সীমান্ত রেলের সদর কার্যালয় মালিগাঁও থেকে চৌদ্দ জুন কাঞ্চনজঙ্ঘার চলাচলের সীমা বৃদ্ধি নিয়ে নির্দেশিকা জারি করা হয়।একই নির্দেশিকা লামডিং জংশন- আলিপুরদোয়ার জংশন-লামডিং ইন্টারসিটি এক্সপ্রেসের চলাচলের সীমা বৃদ্ধির কথাও বলা হয়। পনেরো জুন,শনিবার এ সম্পর্কে সীমান্ত রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নির্দেশিকা ও বিজ্ঞপ্তি অনুসারে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রবিবার
১৩১৭৩ নম্বরের আপ কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহ থেকে পূর্ব নির্ধারিত সময় সকাল ৬.৫০ মিনিটে যাত্রা করবে।
পরদিন সন্ধ্যা ৫.২৫ মিনিটে আগরতলা পৌঁছবে। আগরতলায় পনেরো মিনিট
যাত্রা বিরতি দিয়ে ছাড়বে সন্ধ্যা ৫.৪০ মিনিটে।সাক্রম পৌঁছবে রাত আটটায়।
মাঝখানে উদয়পুরে বিরতি দেবে দুই মিনিটের জন্য। ১৭১৭৪ নম্বরের ডাউন কাঞ্চনজঙ্ঘা প্রতি মঙ্গল,
বৃহস্পতি, শনি ও রবিবার সকাল ৬.২০মিনিটে সাব্রুম থেকে শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে।সকাল ৭.১২
মিনিটে উদয়পুর পৌঁছে ছাড়বে ৭.১৪মিনিটে।সকাল আটটায় আগরতলায় পৌঁছে ছাড়বে ৮.১৫ মিনিটে।
শিয়ালদহ পৌঁছবে আগের মতোই যাত্রার পরদিন সন্ধ্যা ৭.২০ মিনিটে।
কাঞ্চনজঙ্ঘার আগর-সাক্রম, সাক্রম-আগরতলার ১১৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিট এবং ১ ঘন্টা ৪০ মিনিট।আগরতলা-শিয়ালদহ-আগরতলার মধ্যে ট্রেনটি পূর্ব নির্ধারিত স্টেশনগুলিতে যথারীতি বিরতি দেবে। এদিকে, সীমান্ত রেলের তরফে ভিন্ন দুটি বিজ্ঞপ্তিতে বেশ কিছু ট্রেন বাতিল, সময় পরিবর্তন সহ ট্রেনের নম্বর পরিবর্তনের কথা জানানো হয়েছে।বলা হয়েছে সীমান্ত রেলের বদরপুর জংশন ও লামডিং জংশন স্টেশনের মধ্যে পনেরো ও যোল জুন শনি এবং রবিবার চার জোড়া ট্রেন বাতিল করা হয়েছে।পনেরো জুন শনিবার সন্ধ্যা সাতটায় ছাড়ার জন্য নির্ধারিত আগরতলা-দেওঘর এক্সপ্রেস রাত ১১.৩০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে।বলা হয়েছে আগামী মাসের প্রথমদিন পয়লা জুলাই থেকে মোট কুড়িটি ট্রেনের নম্বর পরিবর্তন হবে।তার মধ্যে রাজ্যের দুই জোড়া ট্রেন রয়েছে।আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস,লোকমান্য তিলক টার্মিনাস- আগরতলা এক্সপ্রেসের নম্বর ১২৫২০ ও ১২৫১৯ নম্বরের পরিবর্তে হবে ১৫৬৬০ এবং ১৫৬৫৯ নম্বর। আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট, বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা হামসফর এক্সপ্রেসের নম্বর ১২৫০৪, ১২৫০৩-এর বদলে ১৫৬৭৪ ও ১৫৬৭৩ নম্বর হবে।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

3 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

4 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

5 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

5 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

6 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

7 hours ago