এবার চড়িলামে ডাকাতি!! এলাকায় ব্যপক আতঙ্ক
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। শুক্রবার গভীর রাতে বিশালগড় থানাধীন চড়িলাম পুরানবাড়ি এলাকায় ডাকাত দলের হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িযেছে গোটা এলাকায়। গত তিন দশকের মধ্যে কোনদিনই ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানান স্হানীয়রা। শুক্রবার গভীর রাতে এই প্রথম ডাকাত দলের হানায় নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সাধারণের মধ্যে। ঘটনার বিবরণে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ গ্রিল ভেঙ্গে গোপাল দেবনাথ ও ঝর্ণা দেবনাথের ঘরে ঢুকে ডাকাত দল।কিছু বুঝে ওঠার আগেই বিছানার মধ্যে ঝর্ণা দেবনাথের মুখে চাপা দিয়ে গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানের রিং ছিনিয়ে নিতে গিয়ে তাদের সাথে দস্তা দস্তিতে রক্তাক্ত করে ফেলে ঝর্ণা দেবনাথ ও গোপাল দেবনাথকে।
শুরু হয় চিৎকার চেঁচামেচি। পরিস্থিতি খারাপ হতে দেখে সুযোগ বুঝে গা-ডাকা দেয় ডাকাত দলের সদস্যরা। ডাকাত দল প্রথমেই পরিবারের অন্যান্য ঘরের দরজা গুলো বাইরে থেকে আটকে দেয়। যাতে কেউ ঘর থেকে চিৎকার শুনেও বাইরে বের হতে না পারে। গোপাল বাবুর ছোট ভাইয়ের স্ত্রী ঘরের পেছন দিকের একটি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সকলকে ডেকে আনেন ।তারা দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গেই খবর পাঠান বিশালগড় থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ একটি মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এই ঘটনায় ফের একবার জন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কৈলাসহরে পর পর দুইদিন ডাকাতি হয়েছে। পুলিশ এখনো কিছু করতে পারেনি।