এবার জনতার হাতে আটক ৪ বাংলাদেশি!!
অনলাইন প্রতিনিধি :-অনুপ্রবেশ এবং মানব পাচার রাজ্যের এবং দেশের জন্য বড় চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।কালী পুজোর দিন সকালে সাব্রুমে শিশু, মহিলা সহ ১৪ জন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা আটক হওয়ার পর সোমবার কমলাসাগর বিধানসভার কোনাবনে জনতার হাতে আটক হয় ৪ বাংলাদেশী।স্হানীয় জনতা এদের বিএসএফের হাতে তুলে দেয়।পরে এদিন সন্ধ্যায় বিএসএফ ধৃতদের মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা হলো শরিফ হোসেন,জসীমউদ্দীন,হাবিবুর হোসেন এবং মকবুল হোসেন।এদের সকলের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলায়।