এবার ডেঙ্গু ছড়ালো বিশালগড়ে!!!
অনলাইন প্রতিনিধিঃ – জ্যে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ধনপুরের পর এবার বিশালগড় মহকুমায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। খবর পেয়ে দ্রুত ছুটে যান বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস সহ মেডিকেল টিম। খবর নিয়ে জানা গেছে বিশালগড় ঘনিয়ামারা এক নং ওয়ার্ডের বীরচন্দ্র পাড়ার বাসিন্দা মানিকচন্দ্র রায়(৫৫) জ্বর নিয়ে দুদিন আগে বিশালগর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।কিন্তু তার স্বাস্থ্যের কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে জিবিতে রেফার করেন। ওইখানে চিকিৎসকরা ডেঙ্গু পরীক্ষা করতেই পজিটিভ আসে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।