বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান সভ্যতা কার্যত অচল। শয়নে-স্বপনে-জাগরণে য মানুষ এখন হোয়াটসঅ্যাপময়। সেই হোয়াটসঅ্যাপে ভোক্তাদের জন্য আরও সুবিধার কথা ঘোষণা করলেন সংস্থার কর্ণধার মার্ক জুকেরবার্গ। হোয়াটসঅ্যাপে নতুন সুবিধাগুলি ট হল ভয়েস অথবা ভিডিয়ো কলে এবার থেকে একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২টি অ্যাকাউন্ট ॥ হোয়াটসঅ্যাপ থেকে এবার ট্রান্সফার বদল করা হবে ৩২জিবি-র ফাইল। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সর্বোচ্চ সদস্য হতে পারবেন ১০২৪ জন। এতদিন হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ১৬ এমবি-র ন ফাইল পাঠানো যেত। ফলে বড় হয়ে দ্য ফাইল পাঠানোর ক্ষেত্রেও সুবিধা হবে নম্বে আগের চেয়ে অনেক। গ্রুপ গঠনেও বদল এনেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে একটি গ্রুপে ১ হাজার ২৪টি পর্যন্ত নম্বর যুক্ত করা যাবে। ব্রডকাস্ট মেসেজের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করেছে এই মেসেজিং অ্যাপ। বলা হয়েছে ব্রডকাস্টে একসঙ্গে ৫ হাজার নম্বরে একসঙ্গে মেসেজ পাঠিয়ে দেওয়া যাবে। প্রসঙ্গত এর আগেই টেক্সট, ছবি, ভিডিওতে ইমোজি রিয়্যাকশন দেওয়ার নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধায় এবার তাতে ভোটাভুটিও করা যাবে। জুকেরবার্গ জানিয়েছেন, শীঘ্র আরও কিছু নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ মেটা-সংস্থার মালিকানাধীন সংস্থা। মেটা হল ফেসবুকের অধীনস্থ সংস্থা। মেটা-র প্রতিষ্ঠাতা তথা সিইও মার্ক জুকারবার্গ ফেসবুকে বলেছেন, ‘আজ, আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিটি চালু করছি।
এটি সাব-গ্রুপ, একাধিক থ্রেড, ঘোষণা চ্যানেল এবং আরও অনেক কিছু সক্রিয় করে গ্রুপগুলিকে আরও ভাল করে তোলাই আমাদের উদ্দেশ্য। আমরা এখন থেকে ৩২ ব্যক্তির ভিডিও কলিংও চালু করছি। তবে শেষ পর্যন্ত আমাদের ভাবনা হল ভোক্তাদের সম্পূর্ণ সুরক্ষিত রাখা। ফলে নতুন সুবিধাতেও এন্ড- টু-এন্ড এনক্রিপশনে আপনার বার্তাগুলি । ব্যক্তিগত থাকবে।’ তবে সারা 3 দুনিয়ায় সবার ক্ষেত্রে শুক্রবার থেকেই হ এই বদল কার্যকর হবে না। তা কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে কার্যকর করা হবে।
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…
অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…
অনলাইন প্রতিনিধি :-অ্যাকশনে’ রণতরী আইএনএস INS বিক্রান্ত। এই রণতরি ‘অ্যাটাক’ করে করাচিকে প্রায় জ্বালিয়ে দিয়েছে…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের হেভি ফায়ারিং, ড্রোন অ্যাটাক মোকাবিলা একা হাতেই সামাল দিচ্ছিল ভারতীয় এয়ার ডিভেন্স…