এবিসির নয়া চেয়ারম্যান শ্রীনিবাসন স্বামী।

 এবিসির নয়া চেয়ারম্যান শ্রীনিবাসন স্বামী।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- অডিট ব্যুরো অব সার্কুলেশনের (এবিসি) নয়া চেয়ারম্যান হলেন শ্রীনিবাসন কে স্বামী। তিনি আর কে স্বামী হানসা গ্রুপের এগজিকিউটিভ চেয়ারম্যান।২০২৩-২৪ সালের জন্য তিনি সর্বসম্মতভাবেই চেয়ারম্যান মনোনীত হয়েছেন সম্প্রতি। শ্রীনিবাসন স্বামী বর্তমানে এশিয়ান ফেডারেশন অব অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে বৃত।এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান(ভারতীয় চ্যাপ্টার)। অন্যদিকে, অ্যাডভার্টাইজিং এজেন্সিস
অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া
(এএএআই) লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।এদিকে, এবিসির ডেপুটি চেয়ারম্যান হয়েছেন মালোয়ালা মনোরমার চিফ অ্যাসোসিয়েট এডিটর এবং ডিরেক্টর রিয়াজ ম্যাথু। তিনিও সর্বসম্মতিভাবে এই পদে মনোনীত হয়েছেন। সচিব হয়েছেন মোহিত জৈন। তিনি বেনেথ,কোলম্যান অ্যান্ড কোংয়ের এগজিকিউটিভ ডিরেক্টর। কোষাধ্যক্ষ
হয়েছেন বিক্রম সাকুজা। তিনি ম্যাডিসন কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের গ্রুপ সিইও।এছাড়াও ২০২৩-২৪ সালের জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সির প্রতিনিধি হয়েছেন ৪ জন। এরা হলেন, চেয়ারম্যান শ্রীনিবাসন কে স্বামী, কোষাধ্যক্ষ বিক্রম সাকুজা, প্রশান্ত কুমার এবং বৈশালী ভার্মা। পাবলিশার্স প্রতিনিধি হিসাবে রয়েছেন ৮ জন। এরা হলেন, ডেপুটি চেয়ারম্যান রিয়াজ ম্যাথু, প্রতাপ জি পাওয়ার, শৈলেশ গুপ্তা, প্রবীণ সোমেশ্বর, মোহিত জৈন (সচিব), ধূব মুখার্জী, করণ দারদা এবং গিরিশ আগরওয়াল।অ্যাডভার্টাইজার প্রতিনিধি হিসাবে এবিসিতে ২০২৩-২৪-এর জন্য মনোনীত হয়েছেন করুনেশ বাজাজ, অনিরুদ্ধ হালদার এবং শশাঙ্ক শ্রীবাস্তব। সেক্রেটারি জেনারেল এইচ বি মাসানি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.