কঠিন পরিস্থিতিতে কীভাবে দলকে নেতৃত্ব দিতে হয় তা আজ এব এমবিবির ২২ গজে প্রমাণ রাখলেন গুজরাটের অধিনায়কক প্রিয়াঙ্ক পাঞ্চাল। ৩৩ রানে ৫ উইকেট হারানো গুজরাট তাদের ১ম ইনিংস শেষ করলো ২৭১ রানে। দলের ওপেন করতে নেমে একের পর এক উইকেটের পতনের মধ্যেই প্রিয়াঙ্কা ১১১ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। অপরদিকে ৭৫ রানে ৫ উইকেট তুলে নিজের বোলিং প্রতিভার প্রমাণ রাখলেন ত্রিপুরার মণিশঙ্কর মুড়াসিং। আজ চারদিনের রঞ্জি ট্রফি ম্যাচের প্রথমদিনে গুজরাটের ২৭১ রানের জবাবে ত্রিপুরা বিনা উইকেটে এক রান করেছে। সকালে ত্রিপুরা টসে জিতে প্রথমে ব্যাট করার জন্য গুজরাটকে আমন্ত্রণ জানায়। কিন্তু শীতের সকালে এমবিবির ২২ গজে ঝড় তুলে ত্রিপুরার দুই পেসার মণিশঙ্কর ও রানা দত্ত। গুজরাটের প্রথম উইকেটের পতন হয় মাত্র ৮ রানে। কাথন প্যাটেল ৮ রানে মণির শিকার। দলীয় ১৬ রানে ভার্গব মেরাই শূন্য রানে মণির দ্বিতীয় শিকার। দলের ২০ রানে সৌরভ চৌহান (৪) মণির তৃতীয় শিকার। ৩২ রানে গুজরাটের চতুর্থ উইকেটের পতন। হেট প্যাটেল (৮) মণির চার নম্বর শিকার। ৩৩ রানে পঞ্চম উইকেট।মানন(১)রানার প্রথম শিকার। এই সময় মনে হয়েছিল যে, হয়তো মধ্যাহ্নভোজনের আগেই গুজরাটের ১ম ইনিংস শেষ হবে। কিন্তু ওপেন করতে নেমে নিজের ব্যাটিং প্রতিভার বিকাশ ঘটালেন অভিজ্ঞ অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। প্রথমে করণ প্যাটেল (৩৫) তারপর চিন্তন গাজা (৬৮)-কে নিয়ে গুজরাটকে টেনে তুলেন প্রিয়াঙ্ক। ১৭৬ বলে ১১১ রানের আজ একটি সংগ্রামী ইনিংস খেলে পাঞ্চাল যখন আউট হন তখন গুজরাট ২৪২ রানে পরে ২৭১ রানে শেষ হয় গুজরাট। মণিশঙ্কর ৭৪ রানে ৫ টি উইকেট পায়। রজত দে ২৭ রানে দুটি, পারভেজ সুলতান ২২ রানে ১ টি, দীপক ক্ষেত্রি ৩২রানে ১টি ও রানা দত্ত রানে ৪১ রানে ১ উইকেট পায়। দিনের শেষে ত্রিপুরা বিনা উইকেটে এক রান। ক্রিজে বিশাল ঘোষ (১) এবং বিক্রম মণির দাস (০)। ত্রিপুরা ২৭০ রানে পিছিয়ে। তবে ম্যাচ কিন্তু সহজ হবে না ত্রিপুরার জন্য। কেননা সকালের এক ঘন্টা এমবিবির পিচ পেসারদের সাহায্য করে।সংক্ষিপ্ত স্কোর : গুজরাট ১ম ইনিংস ২৭১ (প্রিয়াঙ্ক পাঞ্চাল কাশ ১১, চিন্তন ৬৮, করণ ৩৫, মণিশঙ্কর ৭৪/৫, রজত ২৭/২।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…