কঠিন পরিস্থিতিতে কীভাবে দলকে নেতৃত্ব দিতে হয় তা আজ এব এমবিবির ২২ গজে প্রমাণ রাখলেন গুজরাটের অধিনায়কক প্রিয়াঙ্ক পাঞ্চাল। ৩৩ রানে ৫ উইকেট হারানো গুজরাট তাদের ১ম ইনিংস শেষ করলো ২৭১ রানে। দলের ওপেন করতে নেমে একের পর এক উইকেটের পতনের মধ্যেই প্রিয়াঙ্কা ১১১ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। অপরদিকে ৭৫ রানে ৫ উইকেট তুলে নিজের বোলিং প্রতিভার প্রমাণ রাখলেন ত্রিপুরার মণিশঙ্কর মুড়াসিং। আজ চারদিনের রঞ্জি ট্রফি ম্যাচের প্রথমদিনে গুজরাটের ২৭১ রানের জবাবে ত্রিপুরা বিনা উইকেটে এক রান করেছে। সকালে ত্রিপুরা টসে জিতে প্রথমে ব্যাট করার জন্য গুজরাটকে আমন্ত্রণ জানায়। কিন্তু শীতের সকালে এমবিবির ২২ গজে ঝড় তুলে ত্রিপুরার দুই পেসার মণিশঙ্কর ও রানা দত্ত। গুজরাটের প্রথম উইকেটের পতন হয় মাত্র ৮ রানে। কাথন প্যাটেল ৮ রানে মণির শিকার। দলীয় ১৬ রানে ভার্গব মেরাই শূন্য রানে মণির দ্বিতীয় শিকার। দলের ২০ রানে সৌরভ চৌহান (৪) মণির তৃতীয় শিকার। ৩২ রানে গুজরাটের চতুর্থ উইকেটের পতন। হেট প্যাটেল (৮) মণির চার নম্বর শিকার। ৩৩ রানে পঞ্চম উইকেট।মানন(১)রানার প্রথম শিকার। এই সময় মনে হয়েছিল যে, হয়তো মধ্যাহ্নভোজনের আগেই গুজরাটের ১ম ইনিংস শেষ হবে। কিন্তু ওপেন করতে নেমে নিজের ব্যাটিং প্রতিভার বিকাশ ঘটালেন অভিজ্ঞ অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। প্রথমে করণ প্যাটেল (৩৫) তারপর চিন্তন গাজা (৬৮)-কে নিয়ে গুজরাটকে টেনে তুলেন প্রিয়াঙ্ক। ১৭৬ বলে ১১১ রানের আজ একটি সংগ্রামী ইনিংস খেলে পাঞ্চাল যখন আউট হন তখন গুজরাট ২৪২ রানে পরে ২৭১ রানে শেষ হয় গুজরাট। মণিশঙ্কর ৭৪ রানে ৫ টি উইকেট পায়। রজত দে ২৭ রানে দুটি, পারভেজ সুলতান ২২ রানে ১ টি, দীপক ক্ষেত্রি ৩২রানে ১টি ও রানা দত্ত রানে ৪১ রানে ১ উইকেট পায়। দিনের শেষে ত্রিপুরা বিনা উইকেটে এক রান। ক্রিজে বিশাল ঘোষ (১) এবং বিক্রম মণির দাস (০)। ত্রিপুরা ২৭০ রানে পিছিয়ে। তবে ম্যাচ কিন্তু সহজ হবে না ত্রিপুরার জন্য। কেননা সকালের এক ঘন্টা এমবিবির পিচ পেসারদের সাহায্য করে।সংক্ষিপ্ত স্কোর : গুজরাট ১ম ইনিংস ২৭১ (প্রিয়াঙ্ক পাঞ্চাল কাশ ১১, চিন্তন ৬৮, করণ ৩৫, মণিশঙ্কর ৭৪/৫, রজত ২৭/২।
অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…
অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…
অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…
অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…