এলপিজির দাম কমলো ১০০ টাকা!!

 এলপিজির দাম কমলো ১০০ টাকা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচন ঘোষণার আরও প্রায় সপ্তাহখানেক বাকি।এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু একশ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন।শুক্রবার মধ্যরাত থেকেই এই নয়া দাম দেশজুড়ে কার্যকরী হবে।তবে এলপিজি সিলিন্ডারের দাম
একেক রাজ্যে একেক রকম। স্থানীয় করের জন্য এই তারতম্য।দিল্লীতে একশ টাকা কমার পর এলপিজির দাম
পড়বে ৮০৩ টাকা।তবে পেট্রোল,ডিজেলের দামের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেই।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন তার এক্স হ্যান্ডেলে জানান, নারী দিবসের দিনে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডার পিছু একশ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।এতে গৃহস্থালীর উপর বোঝা কিছুটা হলেও কমবে।বিশেষ করে মহিলাদের উপর বোঝা অনেকটাই কমবে।এ নিয়ে গত ছয় মাসে দ্বিতীয়বার কমলো এলপিজির দাম। গত আগস্টে এলপিজির দাম সিলিন্ডার পিছু দুশো টাকা কমানো হয়েছিলো।পাঁচ রাজ্যে নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিয়েছিলো কেন্দ্রীয় সরকার।এর আগে পর্যন্ত এলপিজির দাম নয় বছরের মধ্যে সর্বোচ্চ দাম অর্থাৎ ১১০৩ টাকায় পৌঁছে গেছিল। এরপর কমে দাঁড়ায় ৯০৩ টাকা।এবার তা আরও কমে দাঁড়ালো ৮০৩ টাকা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.