এলাকাবাসীর চাপে বাড়িতে তল্লাশি,উদ্ধার ড্রাগস!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || তেলিয়ামুড়া গামাইবাড়ি উত্তর শিবির এলাকার বাসিন্দা প্রতীক সরকার নামে এক ব্যাক্তির বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ড্রাগস। ঘটনা মঙ্গলবার সকালে। দীর্ঘদিন ধরে এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছিল বলে অভিযোগ ছিল প্রতীক সরকারের বিরুদ্ধে। এলাকাবাসীদের পক্ষ থেকে বেশ কয়েকবার সতর্কও করা হয়েছিল। কিন্তু তাতে কর্নপাত না করে উল্টো নেশার সাম্রাজ্য বিস্তার করে চলছিল। অবশেষে এলাকাবাসী মঙ্গলবার সকালে প্রতীক সরকার নামে ওই ড্রাগস বিক্রেতার বাড়িতে উপস্থিত হয়। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে চম্পট দেয় প্রতীক। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রতীকের বাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাগস উদ্ধার করে। তবে প্রতীক সরকারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।