এলাহাবাদি সুরখা পেয়ারা ওমানের পথে!!

 এলাহাবাদি সুরখা পেয়ারা ওমানের পথে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-পেয়ারার ভেতরটা
গোলাপি এবং ওপরের অংশ আপেলের মতো লাল, এলাহাবাদি সুরখা প্রজাতির পেয়ারা এমনই দেখতে, আর এই পেয়ারার চাহিদা সবসময়েই খুব বেশি থাকে। এবার সেই বিশেষ প্রজাতির পেয়ারা রওনা হল ওমানের গালফ কিংডমের পথে। প্রয়াগরাজ এবং কৌশাম্বি জেলার কৃষকরা এই প্রজাতির পেয়ারার চাষ করে থাকেন।এই প্রথম রাজ্য সরকার এই ফলটি রপ্তানি করতে শুরু করল।ইতিমধ্যে ‘এলাহাবাদি সুরখা এবং এলাহাবাদি সফেদার মতো দুই প্রজাতির পেয়ারা লখনউ থেকে রওনা হয়েছে ওমানের পথে।রাজ্যের উদ্যানপালন কৃষি বিপণন,কৃষিজ বৈদেশিক বাণিজ্য এবং কৃষি রপ্তানি দপ্তরের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) দীনেশ প্রতাপ সিং বলেন, ‘প্রথম ব্যাচের পেয়ারা ইতিমধ্যে লখনউ থেকে ওমানের পথে রওনা হয়েছে,কৃষিজ পণ্য রপ্তানির মাধ্যমে উত্তরপ্রদেশের কৃষকদের আয় বাড়ানোর জন্য আমরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছি।’মন্ত্রী জানিয়েছেন, ৬ হাজার কেজি পেয়ারা কৃষকদের থেকে সরাসরি নিয়ে এসে লখনউ থেকে ওমানের পথে রওনা হয়েছে। ভারতের বাজারে কৃষকরা এই ফলের যা দাম পেয়ে থাকেন তার থেকে রপ্তানি হওয়া পেয়ারার দাম বেশ খানিকটা বেশি পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।এর পাশাপাশি আরও কিছু ব্যাচে পেয়ারা আগামীদিনে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন তিনি।প্রয়াগরাজ এলাকার একমাত্র এই পণ্যটির জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ রয়েছে।যে বেসরকারি সংস্থা ফলটির রপ্তানি করছে সেই মাইস ওভারসিজ এক্সপোর্ট লিমিটেডের সিইও অখিলেন্দ্র সিং জানান, সুরাখা পেয়ারা ওমানের বাসিন্দাদের পছন্দ হয়েছে।কীভাবে এই পেয়ারা প্যাকেটজাত করতে হবে তা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.