এলিয়েনের মৃতদেহ’ দেখে চক্ষু চড়কগাছ মেক্সিকো কংগ্রেসের।

 এলিয়েনের মৃতদেহ’ দেখে চক্ষু চড়কগাছ মেক্সিকো কংগ্রেসের।
এই খবর শেয়ার করুন (Share this news)

এমন দৃশ্য তারা দেখবেন,কস্মিনকালে কল্পনাও করেননি মেক্সিকো কংগ্রেসের (আইনসভা বা সংসদ) সদস্যরা। এ কী দৃশ্য! ভৌতিক বললেও যেন কম বলা হয়। সদস্যদের সেই দৃশ্য বড় পর্দায় সম্প্রচার করে দেখাচ্ছেন সাংবাদিক তথা ইউএফওলজিস্ট জেমি মসান। তিনি দেখাচ্ছেন কিম্ভূত কিমাকার এক প্রাণীর মৃতদেহ। অনেকটা মানুষের মতো দেখতে সেই প্রাণীর হাতের পাঞ্জায় তিনটি আঙুল এবং পেটের ভিতরে ডিম! মসান দাবি করছেন, এই হল ‘এলিয়েন’ তথা ভিনগ্রহীর মৃতদেহ (ছবি)। কফিনের মতো কাঠের বাক্সে রাখা এমন দুটি প্রাণীর কঙ্কালসার দেহ দেখানো হয় আইনসভায়।মসান জানান, এই দেহগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। বিভিন্ন গবেষণাগারে সেগুলি নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। মেক্সিকোর ইউএফও বিশেষজ্ঞ, সাংবাদিক মসান জানিয়েছেন, এই দুটি মৃতদেহ ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকোতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে আকর্ষণীয় এবং বিস্ময়কর কিছু তথ্য মিলেছে। জেমির দাবি, ডিএনএ পরীক্ষায় জানা গিয়েছে এই মৃতদেহগুলি অন্তত এক হাজার বছরের পুরোনো।
পেরুর কুসকো শহর থেকে এগুলি উদ্ধার করা হয়েছিল। পৃথিবীর কোনও প্রাণীর সঙ্গে এদের ডিএনএ নমুনা মেলাতে পারছেন না বিজ্ঞানীরা। মসান কংগ্রেসের সদস্যদের মসান জানান, এই দুই দেহের ডিএনএ পরীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, এই প্রাণীদের দৈহিক গঠনের অন্তত ৩০ শতাংশ বিজ্ঞানীদের অচেনা।পৃথিবীর কোনও প্রাণীর শরীরে সেই নমুনা নেই। বিজ্ঞানীদের উদ্ধৃত করে তিনি আরও জানান, এই প্রাণীগুলির স্তর থেকে বিবর্তনের মাধ্যমেও বর্তমানের কোনও প্রাণী তৈরি হয়নি। অর্থাৎ, পৃথিবীতে আগে এমন প্রাণী ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে এমন সম্ভাবনাও ক্ষীণ। দেহগুলির এক্স রে করে আরও আকর্ষণীয় একটি তথ্য মিলেছে। একটি দেহের ভিতরে ‘ডিম’ জাতীয় বস্তুর সন্ধান মিলেছে। সেই ডিম এবং হাড়গোড় অত্যন্ত বিরল পদার্থ দিয়ে তৈরি।একাধিক তথ্য তুলে ধরে মসান জানান, এই রিপোর্ট ইঙ্গিত করছে এই দুই সংরক্ষিত ‘লাশ’ ভিনগ্রহীদের হলেও হতে পারে। কারণ, পৃথিবীতে কোথাও তাদের অস্তিত্বের প্রমাণ মেলেনি।উল্লেখ্য, মেক্সিকোর আকাশে নাকি মাঝেমধ্যেই ভিনগ্রহীদের বাহনের দেখা মেলে। তাকে কেন্দ্র করে ডালপালা মেলে নানা গুজবও। গত মঙ্গলবার মেক্সিকোয় এত দিন পর্যন্ত যা কিছু অশনাক্ত থেকেছে,যে যে ঘটনার ব্যাখ্যা পাওয়া যায়নি, কংগ্রেসে সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো দেখানো হচ্ছিল। তার মাঝেই এই দুই প্রাণীর মৃতদেহ তুলে ধরা হয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.