এশিয়ান ও র‍্যাঙ্কিং টেনিস,ম্যান সিঙ্গেল বাদে বাকি ইভেন্টের পুরস্কার!!

 এশিয়ান ও র‍্যাঙ্কিং টেনিস,ম্যান সিঙ্গেল বাদে বাকি ইভেন্টের পুরস্কার!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি ;-নির্ধারিত সূচিতে থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যান সিঙ্গেলসের ফাইনাল ম্যাচটি হলো না শুক্রবার।ফলে আপাতত তাকে বাদ দিয়েই এশিয়ান ১৬ ও আণ্ডার র‍্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্টের বাকি ইভেন্টগুলোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো এ দিন।রাজধানীর মালঞ্চ নিবাসস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে এ দিন সকালে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে ম্যান ডাবলসের চ্যাম্পিয়ন ও ওমেন্স সিঙ্গেলস ও ডাবলসের চ্যাম্পিয়ন বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রত্যেককে ট্রফি তুলে দেওয়া হয়।এ দিন উপস্থিত ছিলেন ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ, পশ্চিম জেলার এসপি কিরণ কুমার, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বিধান রায়, সহসভাপতি প্রণব চৌধুরী, তড়িৎ রায়, এশিয়ান ১৬ ও র‍্যাি ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় ও যুগ্ম সচিব অরূপ রতন সাহা সহ প্রমুখ।উপস্থিত অতিথিরা টুর্নামেন্টে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এদিকে,ত্রিপুরা অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যান সিঙ্গেলসের ফাইনাল ম্যাচটি করা আজ সম্ভব হয়নি।তবে পরিস্থিতি ভালো থাকলে শনিবার সকালে ম্যাচটি করা হবে।উল্লেখ্য, ম্যান সিঙ্গেলসের ফাইনালে তুইজিলাং দেববর্মা তার প্রতিদ্বন্দ্বী এম. ডি আদিলের সাথে লড়াই করার কথা ছিল। ম্যান সিঙ্গেলসের সেমিফাইনালে তুইজিলাং দেববর্মা ৬-১,৬-৩ সেটে তেজস রবিকে হারিয়ে ছিল। অন্যদিকে, ম্যান ডাবলসের ফাইনালে তুইজিলাং দেববর্মা ও নিশিত আরমিলি জুটি ৬-৪, ৬-০সেটে এম. ডি আদিল ও রোনাক কাশ্যপ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।অপরদিকে ওমেন্স সিঙ্গেলস বিভাগের ফাইনালে আকরুতি নারায়ণ সোনকুসারে ৬-৪,১-৬, ৬-৩ সেটে আকাংশা ঘোষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে,ডাবলস বিভাগের ফাইনালে আকরুতি নারায়ণ সোনকুসারে ও আকাংশা ঘোষ জুটি ৬-০, ৬-২ সেটে অনর্বি দেবনাথ ও নিকিতা কুণ্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.