Categories: খেলা

এশিয়ান গেমসে জাতীয় দল থেকে বাদ পড়ে হতাশ ধাওয়ান ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শিখর ধাওয়ান ২০২১ সালের পর থেকে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। গত ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার খেলেছেন একদিনের আন্তর্জাতিক। এশিয়া কাপ বা বিশ্বকাপের দলে থাকার দৌড়ে নেই। এশিয়া কাপে ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় তাঁকে দেখা যাবে। শিখর অবশ্য আশা করেছিলেন, এশিয়ান গেমসের দলে থাকবেন। কিন্তু সেখানেও ব্রাত্য থাকায় কিছুটা হলেও ‘শকড়’।চিনের হাংঝৌয়ে আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে টি ২০ বিশ্বকাপ। তার আগে এই টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদেরই পাঠানো হচ্ছে। নেতৃত্বে ঋতুরাজ গায়কোয়াড়। গত কয়েক বছরে যখন ভারত দ্বিতীয় সারির দল কোথাও পাঠিয়েছে, তখন অধিনায়ক করা হতো ধাওয়ানকে। শিখর ধাওয়ান বলেছেন, ‘আমার নাম ঘোষিত দলের তালিকায় না দেখতে পেয়ে অবাকই হয়েছিলাম। কিন্তু পরে উপলব্ধি করি, নিশ্চিতভাবেই কোনও বিশেষ ভাবনাচিন্তা করেই এই দল বেছে নেওয়া হয়েছে। ঋতুরাজ অধিনায়ক হওয়ায় খুশি। আশা করি, তরুণ ক্রিকেটাররা সাফল্য এনে দেবেন।’ তবে এই ধাক্কা খেয়ে মচকাচ্ছেন না শিখর। তিনি জানিয়ে দিয়েছেন, অবসরের পথে হাঁটছেন না এখনই। যে কোনও সময় জাতীয় দলে ডাক পেলে ফিটনেস যাতে বাধা না হয় সেজন্য নিজেকে তৈরি রাখছেন ১৬৭টি একদিনের আন্তর্জাতিক খেলা ধাওয়ান। তাঁর কথায়, দলে ডাক পাওয়ার সম্ভাবনা ১ থেকে ২০ শতাংশের মধ্যে তো রয়েছেই। তাই নিজেকে ফিট রাখছি। ধাওয়ান বলেছেন, এখনও অনুশীলন উপভোগ করি। খেলা উপভোগে করি। এগুলি আমার নিয়ন্ত্রণে আছে। যে সিদ্ধান্ত নেওয়া হোক তাকে আমি সম্মান জানাই। তাঁর ভবিষ্যৎ নিয়ে এখন ও কোন ও নির্বাচকের সঙ্গে কথা হয়নি।বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতেও যাচ্ছেন। সেখানে অত্যাধুনিক পরিকাঠামোয় ট্রেনিং জমিয়ে উপভোগ করছেন।তার কেরিয়ারে এনসিএ-র অবদানের কথাও উল্লেখ করেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেট-সহ নিজের কেরিয়ার নিয়ে কোনও আক্ষেপ নেই।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago