এশিয়ান স্কুল দাবা উজবেকিস্তানে দেশের প্রতিনিধিত্বে আরাধ্যা।
অনলাইন প্রতিনিধি :- উজবেকিস্তানের মাটিতে বসছে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের আসর।এতে ত্রিপুরা তথা ভারতের প্রতিনিধিত্ব করবে রাজ্যের আরেক প্রতিভাবান খুদে (মহিলা) দাবাড়ু আরাধ্যা দাশ। আগামী চৌদ্দ জুলাই থেকে প্রতিযোগিতাটি শুরু হবে। চলবে কুড়ি জুলাই পর্যন্ত।উল্লেখ্য, এ বছরেরই জানুয়ারী মাসে তামিলনাডুতে জাতীয় স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে খেলে আরাধ্যা। তাতে ব্রোঞ্জ পদক জেতার সুবাদে আরাধ্যা এশিয়ান স্কুল দাবায় দেশের জার্সি পড়ে খেলার অনন্য সুযোগ পায়।অনূর্ধ্ব নয় বছর বালিকাদের গ্রুপে আরাধ্যা লড়বে।নয় বছরের আরাধ্যার সামনে এখন দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করার এক সোনালি হাতছানি। প্রসঙ্গত, এর আগে গ্রিসে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হলেও আর্থিক কারণে তার যাওয়া সম্ভব হয়নি। তবে এবার উজবেকিস্তানে যাচ্ছে এবং তার লক্ষ্য একটাই, দেশের মুখ উজ্জ্বল করে ফেরা।এর জন্য আরাধা ও তার বাবা-মা রাজ্যবাসীর আশীর্বাদ চাইছে। প্রসঙ্গত, আরাধ্যা দাশ শ্ৰীকৃষ্ণ মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আগামী বারো জুলাই আরাধ্যা দিল্লীর উদ্দেশে রওনা দেবে। দিল্লী থেকে উজবেকিস্তানের বিমান ধরবে সে।