এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত
মাসখানেক আগেই এই টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরেছিল ভারতের পুরুষ দল। কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে ট্রফি ছিনিয়ে নিল ভারতের মেয়েরা। ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই এই ম্যাচ জিতে নেয় হরমনপ্রীতের দল। সপ্তম বারের জন্য এশিয়া কাপ এল ভারতের ঘরে।