এসেছে, হোলি এসেছে!!
অনলাইন প্রতিনিধি :-হোলি মানেই রংঙের উৎসব। আর রংঙের উৎসব মানেই বসন্ত। আর বসন্ত মানেই প্রেমের প্রস্ফুটিত উদযাপন।
উৎসব প্রতিটি মানুষের জীবনে রঙ যোগ করে। সেই রঙ আমাদের সমাজ – সংস্কৃতিতে দোল উৎসব হয়ে উঠে। দোল ফাল্গুনী পূর্ণিমার উৎসব। দোল আর হোলির সেই যুগল ঐতিহ্যকে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণময় ঋতু উৎসব বসন্তের উৎসব করে তুলেছিলেন।
তিথি অনুসারে এবছর দোল পূর্ণিমা শুরু হয়েছে ২৪ মার্চ রবিবার সকাল ৯:৫৪ মিনিট থেকে। এই তিথি ২৫ মার্চ দুপুর ১২:২৯ মিনিটে শেষ হবে। সোমবার ২৫ মার্চ গোটা দেশ জুড়ে পালিত হবে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে রংঙের উৎসব উদযাপন।