এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান চালু হচ্ছে আগরতলায়!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলায় বিমান পরিষেবা চালু করছে। আগামী পঁচিশ আগষ্ট থেকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে প্রতিদিন একটি করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান যাতায়াত করবে। কলকাতা থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে রওয়ানা হয়ে আগরতলায় পৌঁছবে ৮টা ৫০ মিনিট নাগাদ।ফিরতি বিমানটি আগরতলা থেকে সকাল ৯টা ২০ মিনিটে কলকাতায় উদ্দেশে রওয়ানা দেবে। কলকাতায় পৌঁছবে ১০টা ২০ মিনিট নাগাদ।বিমানের টিকিট বুকিং খুব শীঘ্রই শুরু হবে।বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।১৮০ আসনের বোয়িং বিমান চালাবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা পঁচিশ আগষ্ট থেকে শুরু হলে রাজ্যের বিমান যাত্রীদের এই রুটে যাতায়াতে আরও সুবিধা বাড়বে। বেসরকারী টাটা কোম্পানি সংস্থার মালিকানাধীন হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। টাটার মালিকানাধীন আরও একটি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াও রয়েছে। এয়ার ইন্ডিয়ারও প্রতিদিন আগরতলা- কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে ১৮৬ আসনের দুটি এয়ারবাস চালু রয়েছে।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান লো-কস্ট ভাড়ায় পরিষেবা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ভারতের বিভিন্ন জায়গায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান অনেক আগে থেকেই চালু রয়েছে। নতুন করে এখন আগরতলা সেক্টরে চালু হচ্ছে।বিমান পরিষেবা চালুর প্রস্তুতি হিসাবে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার দুজন পাইলট ও কর্মকর্তা আগরতলা বিমান বন্দরের রানওয়ে ঘুরে দেখে গেছেন।বিমানবন্দরের টার্মিনাল ভবন ব্যবস্থাপনাও ঘুরে দেখেন। বিমানবন্দর অথরিটির সঙ্গেও কথা বলে যান।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

14 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

37 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

1 hour ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago