এয়ার ইন্ডিয়ার বিমানে স্ট্রেচারে রোগীর ভাড়া বাড়লো অস্বাভাবিক!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা
থেকে বিমানে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য স্ট্রেচারে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগী নিতে বিড়ম্বনা আরও বাড়লো।এয়ার ইন্ডিয়ার বিমানে স্ট্রেচারে রোগীর ভাড়া এক লাফে মঙ্গলবার অনেকটা বৃদ্ধি করা হয়েছে।স্ট্রেচারে রোগীর ভাড়া ২৮ হাজার টাকা বৃদ্ধি করেছে এয়ার ইন্ডিয়া।আগে স্ট্রেচারে রোগীর ভাড়া ছিল ১ লক্ষ ৩৯ হাজার টাকা।এখন এক লাফে ২৮ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ভাড়া দাঁড়িয়েছে ১লক্ষ ৬৭ হাজার টাকা।স্ট্রেচারে শুধু একজন রোগীর ভাড়া এটা। স্ট্রেচারের ভাড়া ফিক্সট থাকে।এখন এয়ার ইন্ডিয়ার বিমানে যত রোগী নেওয়া হবে শুধু স্ট্রেচারের ভাড়া ১ লক্ষ ৬৭ হাজার টাকা দিতে হবে। স্ট্রেচারে শুয়ে একজন রোগী নিতে বিমানের ছয়টি আসন লাগে।এই ছয়টি আসনের ভাড়া স্ট্রেচারের জন্য ফিক্সট ভাড়া হিসাবে ধার্য করা থাকে। এই ফিক্সট ভাড়ার অতিরিক্ত হিসাবে দিতে হয় রোগীর জন্য পৃথক অক্সিজেনের সিলিন্ডারের খরচ তথা মূল্য। স্ট্রেচারে মুমূর্ষু একজন রোগীর জন্য বিমানে ন্যূনতম চার লিটার অক্সিজেন রাখতে হয়। চার লিটারের অক্সিজেন সিলিন্ডারের মূল্য প্রায় দশ হাজার টাকা দিতে হয়। স্ট্রেচারে রোগী নিতে রোগীর জন্য বিদেশের তৈরি বিশেষ ধরনের মাস্ক মুখে পড়িয়ে দেওয়া হয়।এই মাস্কের মূল্যবাবদ এয়ার ইন্ডিয়াকে দিতে হয় পঁচিশ হাজার টাকা। তারপর বিমানে স্ট্রেচারে রোগী নিতে গেলে রোগীর তরফে একজন ডাক্তার ও একজন টেকনিশিয়ান স্টাফ নিয়ে যেতে হয়।ডাক্তার ও টেকনিশিয়ানের টিকিটের মূল্য তথা বিমান ভাড়া আলাদা দিতে হয়।কলকাতা হাসপাতালে স্ট্রেচারে রোগীর
দেখভাল যত্ন নেওয়ার জন্য রোগীর পরিবার তথা আত্মীয় ন্যূনতম আরও তিনজন বিমানে রোগীর সঙ্গে যেতে হয়।পৃথকভাবে তাদের বিমান ভাড়াও দিতে হয়।স্ট্রেচারে রোগীর সঙ্গে যে ডাক্তার ও টেকনিশিয়ান যাবেন তাদের দুজনকে এক রাতের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা ও আগরতলায় ফিরে আসতে বিমানের টিকিট কেটে দিতে হয় রোগীর পরিবারের তরফে।সব মিলে এয়ার ইন্ডিয়ার বিমানে স্ট্রেচারে একজন রোগী নিতে ফিক্সট ভাড়া ১ লক্ষ ৬৭ হাজার টাকার সঙ্গে আরও প্রায় দেড় লক্ষ টাকার মতো লেগে যায়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, নতুন করে এক লাফে স্ট্রেচারের বিমানভাড়া ২৮ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় এখন একজন স্ট্রেচারে রোগী নিতে তিন লক্ষ টাকার উপর খরচ পড়বে।বিমানবন্দর সূত্র জানিয়েছে, এখন প্রায় প্রতি বছরই স্ট্রেচারের ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া।গত চার-পাঁচ বছর আগেও স্ট্রেচারের ভাড়া অনেক কম ছিল।সেই সময় ৭০-৭৫ হাজার টাকা ছিল স্ট্রেচারের ভাড়া।জিবি,টিএমসি এবং আইএলএস হাসপাতাল থেকে যেসব রোগী উন্নত চিকিৎসার জন্য স্ট্রেচারে বিমানে নেওয়া হয় সেইসব পরিবারের অভিযোগ হলো হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা না থাকায় রোগীকে সুস্থ করতে এতো বিপুল টাকা জোগার খুব কষ্টকর।ধার দেনার মাধ্যমে ও সম্পত্তি বিক্রি করে করতে হচ্ছে বলে রোগীর পরিবার ও আত্মীয়দের অভিযোগ।ফলে বিমানে এতো বিপুল টাকায় স্ট্রেচারে রোগী নিতে গিয়ে নিম্নআয়ী,সাধারণ উপার্জনশীল পরিবারগুলি পড়ছেন মহাসংকটে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছেন।বিমান ভাড়া লাগামছাড়া বৃদ্ধি পেতে থাকায় দুর্ভোগ চরমে উঠেছে। বিমান ভাড়া লাগামছাড়া বৃদ্ধি পেতে থাকলেও ভাড়া বৃদ্ধি রোধে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কারোর কোনও কার্যকরী পদক্ষেপ নেই বলেও যাত্রী সাধারণের অভিযোগ। শুধু এয়ার ইন্ডিয়ার বিমানেই নয়, স্ট্রেচারে রোগী নিতে ইন্ডিগোর বিমানেও ভাড়া পড়ছে আরও অস্বাভাবিক চড়া।এদিকে,এয়ার ইন্ডিয়ার বিমানে স্ট্রেচারে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগী নিতে অক্সিজেন সিলিন্ডারের যে প্রচণ্ড সংকট দেখা দিয়েছে সেই সংকট মঙ্গলবার বিকালের পরে আপাতত মিটেছে বলে এয়ার ইন্ডিয়ার সূত্রে খবর।

Dainik Digital

Recent Posts

গত সাতবছরে উল্লেখযোগ্য সাফল্য, রাজ্যে উদ্যানজাত চাষে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা, দাবি রতনের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে কৃষিক্ষেত্রে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা হচ্ছে উদ্যানজাত (হর্টি) ফসল চাষে।শুধু তাই নয়,এতে কৃষকদের…

12 hours ago

নাগপুরে সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম চার পুলিশ!!

অনলাইন প্রতিনিধি :-নাগপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে চার জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন…

12 hours ago

উচ্চ শিক্ষার হদ্দমুদ্দ! প্রিন্সিপালশূন্য ১৬ কলেজ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের১৬টি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নেই।ফলে রাজ্য সরকারের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে…

12 hours ago

গাবার্ডের পর্যবেক্ষণ!!

গত রবিবার মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্স ইনটেলিজেন্স চিফ তথা আমেরিকার গোয়েন্দা প্রধান ভারত সফরে এসেছেন।মাত্র দুই…

12 hours ago

আরশোলার দুধ গরুর দুধের চেয়ে তিন গুণ বেশি পুষ্টিকর, দাবি গবেষণায়!!

অনলাইন প্রতিনিধি :-'সুপারফুড'।ইদানীং হেলথ টিপস মানেই সুপারফুডের অবধারিত উপস্থিতি।কী এই সুপার-খাদ্য?সহজ কথায়,অতি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে…

12 hours ago

বিভিন্ন কলেজে সহ-অধ্যাপক নিয়োগ, অফলাইনে আবেদনপত্র গ্রহণ করতে টিপিএসসিকে নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা লোকসেবাআয়োগের-৩০ শে জানুয়ারী, ২০২৫-এর বিজ্ঞপ্তি মূলে সরকারী (সাধারণ)মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সহ-অধ্যাপক পদে…

12 hours ago