অনলাইন প্রতিনিধি :-রাজ্যে দীর্ঘ ৬০ বছর ধরে বিমান পরিষেবা চালু রাখা এয়ার ইন্ডিয়ার বিমান গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই ১ সেপ্টেম্বর রবিবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামক বিমান সংস্থার বিমান নতুন করে আগরতলা সেক্টরে চালু হচ্ছে।এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বেসরকারী একই মালিকানাধীন টাটা কোম্পানির।আগে এয়ার ইন্ডিয়া ছিল কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন। গত দু’বছর আগে অনেক আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাটা কোম্পানির কাছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেয়।এদিকে এয়ার এশিয়ার সব বিমান কিনে নিয়ে ও নতুন কিছু বিমান কিনে এনে টাটা কোম্পানি নতুন করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে বিমান সংস্থা গঠন করে।সেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ১ সেপ্টেম্বর থেকে আগরতলা সেক্টরে পরিষেবা চালু করছে। ১৮২ আসনের বোয়িং বিমান চালাবে।আগরতলা- কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে ও আগরতলা ভায়া গুয়াহাটি-দিল্লীর মধ্যে যাতায়াতেও বিমান চালু করছে ১ সেপ্টেম্বর থেকে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা থেকে প্রতিদিন আইএক্স- ১৫৯০ সকাল ৭ টা ৩০ মিনিটে রওয়ানা হবে।আগরতলায় পৌঁছবে সকাল ৮ টা ৩০ মিনিটে।ফিরতি বিমানটি আইএক্স ১৫৯১ আগরতলা থেকে সকাল ৯ টায় কলকাতায় রওয়ানা হবে। কলকাতায় বিমানটি পৌঁছবে সকাল ১০ টায়।দিল্লী থেকে প্রতিদিন আইএক্স ১১৯১ সকাল ৭ টা ৩০ মিনিটে রওয়ানা হয়ে ভায়া গুয়াহাটি-আগরতলা পৌঁছবে বেলা ১১ টা ২০ মিনিটে। গুয়াহাটি থেকে এই বিমানটি বেলা ১০ টা ১৫ মিনিট নাগাদ রওয়ানা হবে।আগরতলা থেকে ফিরতি বিমানটি প্রতিদিন আইএক্স-১১৯২ বেলা ১১টা ৫০ মিনিটে দিল্লীর উদ্দেশে গুয়াহাটি রওয়ানা গুয়াহাটি হয়ে বিমানটি বিকাল ৪টায় দিল্লী পৌঁছবে। আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে এয়ার ইন্ডিয়া ১৮২ আসনের একটি বোয়িং বিমান দিলেও এই রুটে আর কোন বিমান দেয়নি।তবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আগরতলা বিমানবন্দর সূত্র জানিয়েছে এই রুটে বিমান আরও বাড়ানো হবে।কবে আরও বিমান দেওয়া হবে সেই বিষয়ে সূত্রটি কিছু জানাতে পারেনি।আগরতলা সেক্টরে নতুন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এলে রাজ্যের মানুষের তথা বিমানযাত্রীদের মধ্যে তেমন কোন স্বস্তি বা খুশি পরলিক্ষত হচ্ছে না।তার কারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আসায় আগরতলা সেক্টর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান গুটিয়ে নিচ্ছে টাটা কোম্পানি।তবে এখনই এয়ার ইন্ডিয়ার বিমান পুরোপুরি ভাবে গুটিয়ে নিচ্ছে না।১ সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার সন্ধ্যার আগরতলা-কলকাতা রুটের উভয় দিকের ১৮৬ আসনের এয়ারবাস এআই-৭৪৫ ও এআই ৭৪৬ বিমান গুটিয়ে নিচ্ছে।এই রুটের উভয় দিকে এয়ার ইন্ডিয়ার দুপুরের ১৮৬ আসনের এয়ারবাস এআই- ৭৪৩ ও এআই ৭৪৪ বিমান এখনই গুটিয়ে নেওয়ার কোন ঘোষণা নেই।বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে কোন দিন এই বিমানও গুটিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হতে পারে।এদিকে ১ সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার সন্ধ্যার বিমানটি গুটিয়ে নেওয়া হলেও এই জায়গায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও এখন পর্যন্ত কোন বিমান দেয়নি।তাতে এই রুটে যাতায়াতে সমস্যা বেড়ে গেছে।এদিকে কেন এয়ার ইন্ডিয়ার বিমান আগরতলা সেক্টর থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে তার কোন ব্যাখ্যা দেয়নি টাটার তরফে।রাজ্য সরকারও এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা চালু রাখার বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে।কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, মন্ত্রী বা টাটা কোম্পানির সঙ্গে বিমান না উঠিয়ে নেওয়ার ব্যাপারে কোন কথা বলেছেন এমন সংবাদ নেই।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…